ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে ভোলা,দৌলতখানে বিক্ষোভ মিছিল।

Share the post
মো:রাশেদ খান, ভোলা :গাজায় নজির বিহীন ইজরায়েলি হামলা ও ভারতে মুসলমানদের নির্বচারে হত্যার প্রতিবাদে দৌলতখানে ওলামা ও আম্মা ঐক্য পরিষদ, বিক্ষোভ মিছিল করেছে। শনিবার  (১২ এপ্রিল ) দৌলতখান মধ্য বাজার এইচ এম মার্কেটের সামনে থেকে এক বিশাল  বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
দৌলতখান ওলামা ও আইম্ম ঐক্য পরিষদ এর,মাও:রুহুল আমিন সাহেবের সভাপতি মিছিল উদ্বোধনী বক্তব্য রাখেন,হযরত মাওলানা আ:সহীদ সাহেব,আর বক্তব্য রাখেন, মাও:নুরুল্লাহ সাহেব- চরখলিফা মাদ্রাসা,মাও: শফিউল্লাহ সাহেব চরপাতা মাদ্রাসা,মাওলানা আবুল কাশেম সাহেব-চরশুভী  মাদ্রাসা,মাও:ক্বারী ইব্রাহিম সাহেব কাঠপট্টি মাদ্রাসা, মাও:আলী আকবর, মাও:সাদ্দাম বিন ইসমাইল,মাও:মো আশ্রাফ উদ্দিন কাসেমী, মাও:আবু তাহের হেলালী,দৌলতখান বাজার সমিতির সেক্রেটারি ফজলে রাব্বি সাগর। সমাপনী বক্তব্য রাখেন মাও:আরিফুর রহমান সাহেব সেক্রেটারী, ও মাও:রুলামিন সাহেব সভাপতি।
মুনাজাত করেন হযরত মাওলানা ফয়জুল্লাহ সাহেব শায়খুল হাদীস, চরখলিফা মাদ্রাসা।
প্রতিবার সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার আবাসিক এলাকাগুলোতে ইসরায়েলের একের পর এক বর্বরোচিত বোমা হামলায় রক্তে রঞ্জিত হচ্ছে মুসলিমদের পবিত্র ভুমি। অপরদিকে শিশুদের কাঁন্না আর লাশের মিছিলে যখন আকাশ বাতাস ভারি হয়ে গেছে, মা বোনদের রুহু আহাজারিতে পৃথিবী কেঁপে উঠছে। কিন্তু আজকের বিশ্বের  মোড়লরা নিশ্চুপ ভূমিকা পালন করছে।
তারা বলেন, আজ ভরাক্রান্ত হৃদয়ে বলতে চাই সারা পৃথিবীতে প্রায় ২শ’ কোটি মুসলমানের বসবাস, এককভাবে কোনো জাতির সংখ্যাগরিষ্টতা নাই। কিন্তু অত্যন্ত দুঃখেী সাথে বলতে হয় এত বড় জাতীর নেতৃত্বে যারা রয়েছেন তারা আজ ভোগ বিলাশে মগ্ন। এই সকল নেতৃবৃন্দকে হাসর ময়দানে আল্লাহর বিচারের কাঠ গড়ায় দার করিয়ে দিব।
ফিলিস্তিনের ভাই বোনদের বর্তমান অবস্থা পৃথিবীর কোনো মানুষের সহ্য করার মত নয়। যেই দেশে একটি কুকুর মারা গেলেও জাতি সংঘের মায়া কান্না শুরু হয়ে যায়,অথচ গাজায় হাজার হাজার শিশুসহ লাখ লাখ অসহায় গাজাবাসিকে অন্যায় ভাবে হত্যা করা হলেও আজ জাতি সংঘের কার্যকর কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনা। অতএব এই জাতিসংঘ দ্বারা মুসলমানদের কোনো অধিকার বাস্তবায়ন হবে না। তাই অচিরেই মূসলিম জাতিসংঘ গঠন করতে হবে।
প্রতিবাদ সমাবেশ শুরু করে দৌলতখাঁন মধ্যবাজার  থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে এইচ এম মার্কেট সামনে গিয়ে মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ভোলায় পরীক্ষামূলক মুক্তা চাষে সাফল্য, সম্ভাবনার নতুন দিগন্তের সূচনা

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান প্রতিনিধি, চ্যানেলে ২১, ভোলা: ভোলার ভেলুমিয়া ইউনিয়নের চর গাজী গ্রামে ঝিনুকে মুক্তা চাষে সাফল্য দেখিয়েছে গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস)। রূপকথার মতো মনে হলেও বাস্তবে পরীক্ষামূলক এই উদ্যোগ ইতোমধ্যে সম্ভাবনার হাতছানি দিচ্ছে। ভেলুমিয়া ইউনিয়নের জিজেইউএস এর কৃষি খামারে প্রাকৃতিক পদ্ধতিতেএকটি পুকুরে মুক্তা চাষ শুরু করে ২০২৪ সালের সেপ্টেম্বরে। যশোর থেকে সংগ্রহ করা […]

দুর্বৃত্তের দেওয়া আগুনে কম্বাইন হারভেস্টার ৩২ লক্ষ টাকার গাড়ি পুড়ে ছাই

Share the post

Share the postমো:রাশেদ খান, ভোলা:দুর্ভিত্তের দেওয়া আগুনে কম্পন হারভেস্টার ৩২ লক্ষ টাকা গাড়ি পুড়ে সাই।আজ ২৫ শে এপ্রিল শুক্রবার গভীর রাতে চরপাতা ইউনিয়ন ৭ নং ওয়ার্ডে , অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে, স্থানীয় সূত্রে, জানা যায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে গভীর রাতে পালিয়ে যায় সকালবেলা কৃষকেরা দেখে দুর্বৃত্তের দেওয়া আগুনের লেলিহানে গাড়িটি পুড়ে যায় এবং গাড়িটির ইঞ্জিন বাস্ট […]