

মো:রাশেদ খান, ভোলা :গাজায় নজির বিহীন ইজরায়েলি হামলা ও ভারতে মুসলমানদের নির্বচারে হত্যার প্রতিবাদে দৌলতখানে ওলামা ও আম্মা ঐক্য পরিষদ, বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (১২ এপ্রিল ) দৌলতখান মধ্য বাজার এইচ এম মার্কেটের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
দৌলতখান ওলামা ও আইম্ম ঐক্য পরিষদ এর,মাও:রুহুল আমিন সাহেবের সভাপতি মিছিল উদ্বোধনী বক্তব্য রাখেন,হযরত মাওলানা আ:সহীদ সাহেব,আর বক্তব্য রাখেন, মাও:নুরুল্লাহ সাহেব- চরখলিফা মাদ্রাসা,মাও: শফিউল্লাহ সাহেব চরপাতা মাদ্রাসা,মাওলানা আবুল কাশেম সাহেব-চরশুভী মাদ্রাসা,মাও:ক্বারী ইব্রাহিম সাহেব কাঠপট্টি মাদ্রাসা, মাও:আলী আকবর, মাও:সাদ্দাম বিন ইসমাইল,মাও:মো আশ্রাফ উদ্দিন কাসেমী, মাও:আবু তাহের হেলালী,দৌলতখান বাজার সমিতির সেক্রেটারি ফজলে রাব্বি সাগর। সমাপনী বক্তব্য রাখেন মাও:আরিফুর রহমান সাহেব সেক্রেটারী, ও মাও:রুলামিন সাহেব সভাপতি।
মুনাজাত করেন হযরত মাওলানা ফয়জুল্লাহ সাহেব শায়খুল হাদীস, চরখলিফা মাদ্রাসা।
প্রতিবার সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার আবাসিক এলাকাগুলোতে ইসরায়েলের একের পর এক বর্বরোচিত বোমা হামলায় রক্তে রঞ্জিত হচ্ছে মুসলিমদের পবিত্র ভুমি। অপরদিকে শিশুদের কাঁন্না আর লাশের মিছিলে যখন আকাশ বাতাস ভারি হয়ে গেছে, মা বোনদের রুহু আহাজারিতে পৃথিবী কেঁপে উঠছে। কিন্তু আজকের বিশ্বের মোড়লরা নিশ্চুপ ভূমিকা পালন করছে।
তারা বলেন, আজ ভরাক্রান্ত হৃদয়ে বলতে চাই সারা পৃথিবীতে প্রায় ২শ’ কোটি মুসলমানের বসবাস, এককভাবে কোনো জাতির সংখ্যাগরিষ্টতা নাই। কিন্তু অত্যন্ত দুঃখেী সাথে বলতে হয় এত বড় জাতীর নেতৃত্বে যারা রয়েছেন তারা আজ ভোগ বিলাশে মগ্ন। এই সকল নেতৃবৃন্দকে হাসর ময়দানে আল্লাহর বিচারের কাঠ গড়ায় দার করিয়ে দিব।
ফিলিস্তিনের ভাই বোনদের বর্তমান অবস্থা পৃথিবীর কোনো মানুষের সহ্য করার মত নয়। যেই দেশে একটি কুকুর মারা গেলেও জাতি সংঘের মায়া কান্না শুরু হয়ে যায়,অথচ গাজায় হাজার হাজার শিশুসহ লাখ লাখ অসহায় গাজাবাসিকে অন্যায় ভাবে হত্যা করা হলেও আজ জাতি সংঘের কার্যকর কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনা। অতএব এই জাতিসংঘ দ্বারা মুসলমানদের কোনো অধিকার বাস্তবায়ন হবে না। তাই অচিরেই মূসলিম জাতিসংঘ গঠন করতে হবে।
প্রতিবাদ সমাবেশ শুরু করে দৌলতখাঁন মধ্যবাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে এইচ এম মার্কেট সামনে গিয়ে মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ করে।