

ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রতিনিধি সভায় ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর নূর আহমদ সড়কস্থ নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। চরম বিশৃঙ্খলার মধ্যে পূর্বনির্ধারিত সভাটি হতে পারেনি।
বিএনপি নেতাকর্মীরা জানান, দুপুর ২টায় প্রতিনিধি সভা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ফটিকছড়ির বিএনপি নেতা সারোয়ার আলমগীরের নেতৃত্বে একদল কর্মী দলীয় কার্যালয়ের দখল নিয়ে নেন। এরই মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, গত সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারসহ নেতারা কার্যালয়ে প্রবেশ করেন। তারা আমন্ত্রিত প্রতিনিধি ছাড়া অন্যদের বের হয়ে যেতে বললে হইচই ও বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুটি পক্ষ চেয়ার মারামারি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় কয়েক দফা ধাওয়া-পালটাধাওয়া হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এক পর্যায়ে বিএনপি নেতারা সভা না করেই চলে যান। তখনো দলীয় কার্যালয়ে সারোয়ার আলমগীরের সমর্থকরা অবস্থান করছিলেন।
ফটিকছড়ি বিএনপির একাংশের আহ্বায়ক ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সারোয়ার আলমগীর যুগান্তরকে বলেন, তৃণমূল নেতাকর্মীদের উপেক্ষা করে নিজস্ব লোকজন দিয়ে একটি পকেট কমিটি করার চেষ্টা করা হয়েছিল। খবর পেয়ে তৃণমূলের কর্মীরা সভাস্থলে অবস্থান নেন। এ সময় আজিম উল্লাহ বাহারের লোকজন তৃণমূল কর্মীদের ওপর হামলা চালান। এতে মোট ২০ জনের মতো কর্মী আহত হয়েছেন। আমি নিজেও আহত হয়েছি। প্রাথমিক চিকিৎসা নিয়েছি। চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
সারোয়ার আলমগীরের অভিযোগ প্রত্যাখ্যান করে আজিম উল্লাহ বাহার বলেন, এটা প্রতিনিধি সভা, কর্মী সভা ছিল না। কিন্তু সভা শুরুর আগেই সারোয়ার আলমগীর বহিরাগত লোকজন এনে সভাস্থল দখল করে নেন। তাদের বিশৃঙ্খলার কারণে শেষ পর্যন্ত সভাটি হতে পারেনি। তিনি বলেন, দুই পক্ষে ধাক্কাধাক্কি হয়েছে। তবে কেউ আহত হয়েছে কিনা আমার জানা নেই।
প্রসঙ্গত, ফটিকছড়ি উপজেলায় বিএনপির দুটি আহ্বায়ক কমিটি রয়েছে। একটির নেতৃত্বে রয়েছেন সালাহউদ্দিন ও অন্যটির সারোয়ার আলমগীর। দুপক্ষে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।
বিএনপি দলীয় সূত্র জানায়, প্রতিনিধি সভার মাধ্যমে উত্তর জেলার সাতটি উপজেলায় কমিটি গঠনের নির্দেশনা এসেছে কেন্দ্র থেকে। এরই পরিপ্রেক্ষিতে প্রতিনিধি সভার উদ্যোগ নেওয়া হয়। সোমবার হাটহাজারী ও রাউজান উপজেলার সভা হয়েছে। মঙ্গলবার সকালে রাঙ্গুনিয়া উপজেলার পথসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে একই স্থানে ফটিকছড়ি উপজেলার প্রতিনিধি সভা হওয়ার কথা থাকলেও শুরুর পূর্বেই দুপক্ষ সংঘর্ষে জড়ায়।