প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি উড়িরচর এবং নোয়াখালী ক্রসড্যাম বাস্তবায়নের পথে
জামসেদ আলম (সন্দ্বীপ প্রতিনিধি): সন্দ্বীপের একটি বিচ্ছিন্ন ইউনিয়নের নাম উড়িরচর। এটি সন্দ্বীপের উওর পশ্চিম অংশে অবস্থিত ইউনিয়ন।১৯৭০-৭১সালের পরে দিগে মেঘনার মেহনায় দ্বীপটি জেগে উঠে।দ্বীপটিতে প্রায় ১৯৭৫সালের পর বসবাস শুরু হয়।উড়িরচরে প্রায় ৪৫হাজার মানুষ বসবাস করে।বর্তমানে পশ্চিমে ১৬কিঃমিঃ এবং উওর দক্ষিনে ২১মাইল দীর্ঘ।এক সময় এর আয়তন দ্বিগুণ ছিল।নদী ভাঙ্গনের ফলে এখন দক্ষিনের উড়িরচর শুধু ভাঙ্গছে।চার-পাশে নদী বেশিষ্ট হলেও এখন পর্যন্ত কোনো বেড়ি বাঁধ নিমাণ ও মেইন ল্যান্ডের সাথে সংযোগ করা হয়নি।ফলে ৮৫র ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসে উড়িরচরে ব্যাপক প্রাণ হানি ও সম্পদের ক্ষয়-ক্ষতি হয়।সেই ঘূর্ণিঝড়ে উড়িরচরে প্রায় ৬,৫০০মানুষ মারা গিয়েছিল যা অদ্যবদীও চলমান। ধ্বংসস্তুপের উপর শুরু হয় উড়িরচর পূর্ণগঠন।বিচ্ছিন্ন ইউনিয়নটিতে প্রাকৃতিক ও মানব-সৃষ্টি একেবার একেক রং বিরংগের সমস্যা পড়তে হয় মানুষকে।এসব সমস্যা ও উন্নতির কথা চিন্তা করে সরকার সিডিএসপির প্রকল্পের মাধ্যমে বাঁধ নিমাণের সিদ্ধান্ত গ্রহণ করলেও।কিন্তু আমলাতন্ত্রের সৎ ইচ্ছার অভাবে এখনো বাস্তবায়ন সম্ভব হয়নি।তবে গত ২০১১সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্দ্বীপের সফরের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন সিডিএসপির প্রকল্পের মাধ্যমে দ্রুত সময়ের উড়িরচর ও নোয়াখালীর ক্রসবাঁধ নিমাণ করা হবে।সেই বাস্তবায়নের সূত্রে ধরে এটি মন্ত্রী পরিষদেও উথাপিত হয়েছিল।কিন্তু পরিবেশ মণান্ত্রলয়ের ছাড় পত্র না পাওয়ায় আবার দ্রুত পরিবেশ মণান্ত্রলয়ে ফেরন করেন।গত ১মার্চ পরিবেশ মণান্ত্রলয়ের যুগ্ম -সচিবের নেতৃত্বে নোয়াখালিতে এক জরুরি মিটিং অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক তম্ময়

দাস,সিডিএসপির নোয়াখালী জেলার প্রধান সম্বনয়ক,চর এলাহির সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম,এবং উড়িরচর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মানিক সহ সম্মানিত ব্যক্তিবর্গ।চর-এলাহির সাবেক চেয়ারম্যান তাজুল ও উড়িরচর ইউনিয়ন পরিষদের সদস্য মানিক বলেন -উড়িরচর ও নোয়াখালী ক্রসড্যাম প্রাণের দাবীটি আমরা তুলি ধরেছি।আমাদের মতামতে উপস্থিত সকলে সদরে গ্রহণ করেছেন।আমরা বিশ্বাস করি, যেহেতু উড়িরচর ও নোয়াখালী ক্রসবাঁধ প্রকল্পটিতে সরাসরি প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছেন ইনশাআল্লাহ আশাই রাখছি ২০২০সালের মাঝা মাঝি বা শেষ নাগাধ কাজ শুরু হবে।আমরা মুল ভূখন্ডের সাথে যুক্ত হবো।