প্রতিদিন ইফতার ও খাদ্যসামগ্রী বিতরন তরুন সমাজসেবক নিজাম শাহারিয়ার
চট্টগ্রাম প্রতিনিধি (সাকিব আহমেদ নাবীন): প্রতিদিন ইফতার ও খাদ্যসামগ্রী বিতরন তরুন সমাজসেবক নিজাম শাহারিয়ার করোনাভাইরাস সংক্রমণ থেকে শুরু করে এখন অবধি ৪০০ এর অধিক পরিবারকে নিজাম শাহারিয়ার এর নিজ অর্থায়নে নিজে গিয়ে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছিঁয়ে দিচ্ছেন এবং ১৭ রমজান থেকে পথচারীদের প্রতিদিন বিভিন্ন জায়গায় ইফতার বিতরণ করে আসছেন। এক সাহ্মাৎকারে তিনি বলেন,আমার যতটুকু সম্ভব আমি করে যাচ্ছি,যাব।সবাইকে অনুরোধ জানাই যাকাত ফিতরার টাকা না দিয়ে খাদ্যসামগ্রী কিনে দেন।অন্তত ১ টি পরিবার হলেও ভালভাবে খেতে পারবে।সবাইকে এগিয়ে আসার উদ্দ্যৎ আহবান জানাই।