পোশাক কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট

Share the post
মাহমুদুল ইসলাম সাগর,সাভার উপজেলা প্রতিনিধি : শিল্পাঞ্চল আশুলিয়াতে তৈরী পোশাক কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে।ফেব্রিক্সসহ প্রায় ১ কোটি টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেছেন কারখানা কর্তৃপক্ষ। এঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
শনিবার (২১জুন) দুপুরে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, শুক্রবার(২০জুন) দিবাগত রাতে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় হক অ্যাপারেল্স অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের কারখানায় নিটিং সেকশন এবং ওই সেকশনের গোডাউনে এ ডাকাতির ঘটনা ঘটে।
কারখানার কর্মকর্তারা জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে কারখানার দেয়াল টপকিয়ে কারখানা চত্বরে প্রবেশ করে একদল ডাকাত। সেখানে একটি টিনের শেডে নিটিং সেকশনের দুইজন অপারেটরকে অস্ত্রেরমূখে জিম্মি করে বেঁধে ফেলেন ডাকাতেরা। এছাড়া দায়িত্ব পালনরত দুইজন নিরাপত্তারক্ষীকে বেঁধে ফেলেন তাঁরা। দুটি কম্পিউটারসহ নিটিং সেকশনের গোডাউন থেকে ১০ টন ফেব্রিক্স, ৫ টন সূতাসহ আনুমানিক ১ কোটি টাকার মালামাল লুট করেন। পরে দুটি ট্রাকে মালামাল নিয়ে সেখান থেকে চলে যান। তারা চলে যাওয়ার পর কৌশলে একজন নিরাপত্তারক্ষী তার বাঁধন খুলে ফেলেন।
কারখানার জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) নজরুল ইসলাম বলেন, কারখানার পেছনের দিকে একটি গেট টপকিয়ে কারখানা চত্বরে প্রবেশ করেন ১৫-১৬ জন ডাকাত। এরপর টিন শেডের নিটিং সেকশনের দুইজন অপারেটরসহ ২ জন নিরাপত্তারক্ষীকে অস্ত্রেরমুখে জিম্মি করে বেঁধে ফেলেন। পরে নিটিং সেকশনের গোডাউন থেকে ১ কোটি টাকার মালামাল লুট করে ভোর ৪ টার দিকে ট্রাকে মালামাল নিয়ে চলে যান। তাদের সঙ্গে দুটি পিস্তল, রামদাসহ দেশীয় অন্ত্র ছিলো। মুখে মাস্ক থাকলেও তারা গোডাউনের ফ্রেব্রিক্স দিয়ে পুরো মুখমন্ডল ঢেকে নিয়েছিল।
আশলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম সুমন বলেন, কারখানা কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিয়েছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নেত্রকোনায় বিকাশকর্মী রিজনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

Share the post

Share the postসোহেল খান দুর্জয়,নেত্রকোনা : নেত্রকোনায় বিকাশকর্মী রিজন তালুকদারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে নেত্রকোনা বিকাশসহ সব কটি মোবাইল ব্যাংকিং কর্মী ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ ও মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিকাশের ব্যবস্থাপক ধ্রুব সরকার, […]

বিজয়নগরে ২ পক্ষের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক

Share the post

Share the postমাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃফেসবুকে কথা কাটাকাটি জেরে দুই গোষ্ঠীর আধিপত্য নিয়ে বিজয়নগর উপজেলায় ঘন্টাব্যাপী মারামারিতে অর্ধ শতাধিক আহত হয়েছে। ১৬ আগষ্ট শনিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এই মারামারিতে উভয় পক্ষের অর্ধ শতাধিক আহত হয়। তাত্ক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল সহ বিভিন্ন […]