পূর্বাশার আলোর উপদেষ্টা সৈয়দ মোরশেদ এর পুত্রের মৃত্যুতে দোয়া মাহফিল ও মাস্ক বিতরণ
মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: আদর্শ শিশু-কিশোর সংগঠন পূর্বাশার আলো বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে সৈয়দ আহনাফ মোরশেদ সাদি স্মৃতি সংসদের সহযোগীতায় পূর্বাশার আলোর উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবীদ ও প্রকৌশলী সৈয়দ মোরশেদ উল্লাহ’র স্মেহের শিশু পুত্র সৈয়দ আহনাফ মোরশেদ এর মৃত্যুতে দোয়া মাহফিল ও মাস্ক বিতরণ অনুষ্ঠান ৩১ আগস্ট সোমবার বাদে মাগরিব উপজেলার তৈয়্যবিয়া দেলোয়ার আম্বিয়া সুন্নিয়া মাদরাসা, হেফজখানা ও এতিমখানায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গির আলম, সমাজসেবক ইকবাল হোসেন, হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ খালেদ সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ আরমান, প্রচার সম্পাদক জাহিদ হাসান প্রমুখ। শেষে শিশু সৈয়দ আহনাফ মোরশেদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য: চলতি বছরের পবিত্র ঈদুল আযহার দিন সকালে সৈয়দ মোরশেদ উল্লাহ’র পটিয়ার নিজ বাড়িতে তার শিশু পত্র সৈয়দ আহনাফ মোরশেদ আকস্মিকভাবে মুত্যুবরণ করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। সৈয়দ মোরশেদ উল্লাহ শিশু পুত্রের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। শেষে হেফজখানার শিশুদের মঅনুষ্ঠ মাস্ক বিতরণ করা হয়।