পিএইচপি ফ্যামিলির উপহার ব্র্যান্ড নিউ প্রোটন এক্স-৫০

Share the post

ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতার ৫০ বর্ষে পিএইচপি ফ্যামিলি বিশেষ উপহার হিসেবে বাজারে এনেছে বিলাসবহুল ব্র্যান্ড নিউ প্রোটন এক্স-৫০। গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর হালিশহর থানার নয়াবাজার এলাকায় পিএইচপি অটোমোবাইলসের কারখানায় গাড়িটির জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাজ সেবায় একুশে পদকপ্রাপ্ত পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান সূফি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিএইচপি অটোমোবাইলস’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান তাঁর সহধর্মিণী তাহমিনা রহমানের হাতে একটি চাবি হস্তান্তরের মাধ্যমে নতুন এই গাড়ির উদ্বোধন করেন।
সভাপতির বক্তব্যে বক্তব্যে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুর এ দেশ আজ সোনার বাংলা থেকে হিরার বাংলায় পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ এ দেশে উন্নয়নের বন্যা শুরু হয়ে গেছে, দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। আমরা দেশের গর্ব গাড়ি তৈরি শুরু করেছি। আমাদের রাস্তায় আজ আমাদের তৈরি গাড়ি চলছে। সবার সহযোগিতায় আগামীতে পিএইচপি পরিবার দেশের সেরা শিল্প প্রতিষ্ঠানে পরিণত হবে। এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা প্রয়োজন।
স্বাগত বক্তব্যে আকতার পারভেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অটোমোবাইল খাতে বিভিন্ন নীতিমালা প্রনয়ণের মাধ্যমে যুগোপযোগী পলিসি নিয়ে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য ধন্যবাদ জানান। এনবিআরসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এছাড়া শিল্পমন্ত্রীসহ সকল মন্ত্রী-সচিব, প্রশাসনিক কর্মকর্তা, প্রেস-মিডিয়া, ইউটিউবার, পিএইচপি ফ্যামিলির পরিচালক এবং প্রোটন ওনার্সকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা তাদের বক্তব্যে পিএইচপি পরিবারকে গাড়ির বাজার তৈরির প্রশংসা করে বলেন, পিএইচপি পরিবার দেশে শিল্পের বিকাশে অনন্য ভূমিকা রাখছে। তারা বলেন, দেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। উপস্থিত বিশিষ্টজনেরা পিএইচপি ফ্যামিলির সার্বিক সফলতা কামনা করেন।
‘আমাদের রাস্তায় আমাদের গাড়ি’, এই স্লোগান নিয়ে পিএইচপি অটোমোবাইলস্’র অগ্রযাত্রা শুরু হয় ২০১৭ সালে। এরপর যুক্ত হতে থাকে একের পর এক নতুন গাড়ি। এবার যুক্ত হলো প্রোটন-এক্স-৫০ অত্যাধুনিক গাড়ি। এসইউভি-ক্যাটাগরির এ গাড়িটি আদেশ দেওয়ার পর অটোপার্কিং করতে পারে। এছাড়া ভয়েস কমান্ড-এর মাধ্যমে গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে এসি চালু, সানরুফ ও জানালা খোলাসহ বহুবিধ কর্মকাণ্ড সম্পন্ন করতে পারে। বৈশিষ্ট্যের দিক দিয়ে প্রোটন-এক্স-৭০ কে ছাড়িয়ে এটি এখন শীর্ষে। বিশ্বের আধুনিক সব সংযোজন এই গাড়িতে রয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়- পিএইচপি ফ্যামিলির গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে পারফেক্ট ভেহিক্যাল সল্যুশন (পিভিএস) নামে একটি অনলাইন অ্যাপস্ এর ব্যবস্থা রয়েছে। প্রোটন ব্র্যান্ডের যে কোনো মডেলের গাড়ি ব্যবহারকারী অনায়াসে এই পিভিএস অ্যাপস্ ডাউনলোড করার মাধ্যমে ঘরে বসেই অনলাইনে নিজের প্রয়োজনীয় স্পেয়ার পার্টস্ অর্ডার দিয়ে পিভিএস টিমের সহায়তায় প্রয়োজনীয় সেবা স্বল্প সময়ের মধ্যে গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞানী শিক্ষাবিদ ড. মোহাম্মদ কায়কোবাদ, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, প্রোটন মালয়েশিয়ার বাদলিশাহ বিন আবদুল হাফিজ, দিল্লির নিজাম উদ্দিন আওলিয়া দরগাহের সাজ্জাদানসীন সৈয়দ আজহার আলী নিজামী, মাইজভান্ডার দরবার শরীফের সৈয়দ সাইফুদ্দিন আল হাসানি আল মাইজভান্ডারী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নেত্রকোণায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

Share the post

Share the postসোহেল খান দুর্জয়,নেত্রকোনা : নেত্রকোণা পৌর শহরে জলাবদ্ধতায় নাকাল পৌরবাসী। পানি নিস্কাসন ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেন। বুধবার সকালে শহরের উত্তরকাটলী এলাকার জলাবদ্ধতায় শতাধিক পরিবারের লোকজন ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,উত্তর কাটলীর বাসিন্দা আইনজীবী খাদেমুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাইদুর রহমান,আমীর আজমুল,আরশেদা খাতুন প্রমুখ। বুধবার (১৩ […]

নেত্রকোনার আলোকিত ব্যক্তি শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার আর নেই

Share the post

Share the postসোহেল খান দুর্জয়,নেত্রকোনা : নেত্রকোনা আলোয় আলোকিত ব্যক্তি শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার আর নেই বুধবার দুপুর ২টা ৪৫ মিঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় স্বাধীনতা পুরস্কার ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত দেশবরেন্য লেখক মৃত’্যবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্থ্রীসহ এক ছেলে ও মেয়ে রেখে যান। কবি স্বপন পাল […]