পাহাড়তলী থানায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম: ২৯শে ফেব্রুয়ারি ২০২০ তারিখ পাহাড়তলী থানায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়। উক্ত “ওপেন হাউজ ডে” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জনাব শ্রীমা চাকমা, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী ও ডবলমুরিং জোন),

সিএমপি, চট্টগ্রাম মহোদয় উপস্থিত ছিলেন। ইহাছাড়াও অফিসার ইনচার্জ জনাব মোঃ মঈনুর রহমান, পাহাড়তলী থানা, সিএমপি, চট্টগ্রাম ও অপারেশন অফিসার রানা প্রতাপ বনিক সহ থানা কমিউনিটি পুলিশ ও বিট পুলিশের সদস্যবৃন্দ এবং স্থানীয় জন সাধারণ উপস্থিত ছিলেন।“ওপেন হাউজ ডে” এর প্রধান অতিথি শ্রীমা চাকমা, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী ও ডবলমুরিং জোন), সিএমপি, চট্টগ্রাম স্যার সহ অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান স্যার “ওপেন হাউজ ডে”তে আগত সাধারণ মানুষের বিভিন্ন ধরনের অভিযোগের বিষয়ে শুনিয়া তাৎক্ষনি সমাধানের জন্য তদন্তকারী অফিসাদেরকে নির্দেশ প্রদান করেন। ইহাছাড়াও উর্ধ্বতন অফিসারবৃন্দ

জনসাধারণের বক্তব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে আশ্বাস প্রদান করেন। এছাড়াও অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান স্যার কর্তৃক উক্ত অনুষ্ঠানে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিবাহ সহ বিভিন্ন বিষযে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।