পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন রাবি ছাত্রদলের 

Share the post
সৈয়দ মাহিন, রাবি প্রতিনিধিঃ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
সোমবার (২১ এপ্রিল) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এ প্রতিবাদ মিছিল করেন রাবি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মানববন্ধনে উপস্থিত রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহী বলেন,”বাংলাদেশ থেকে হাসিনা পালিয়ে যাওয়ার পরও এখনো ছাত্রদল নেতাদের নিরাপত্তা নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এটি একটি পরিকল্পিত হত্যা। এরা সবাই বাংলাদেশের গণতন্ত্র কামি মানুষকে হত্যার খেলায় নেমেছে। পারভেজ হত্যার কারণে যে তিনজনকেই গ্রেফতার করা হয়েছে আমরা শুধু সে তিনজন নয় সবারই বিচার চাই”।
তিনি আরো বলেন, আমরা বাশের লাঠি নিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতারিত করেছি।পারভেজের হত্যা কারিদের গ্রেফতার করতে না পারলে বাংলাদেশ জাতিয়তাবাদি ছাত্রদল ব্যানসন গ্রুপের কোনো ঘরবাড়ি থাকবে রাখবে না। ছাত্রদলকে দূর্বল ভাববেন না বাশের লাঠি যদি আবার ধরি তাহলে আপনারা কেউ টিকতে পারবেন না।
এ সময় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু বলেন, “জুলাই অভ্যুত্থানে সারাদেশের মানুষের যে স্পিরিট তৈরি হয়েছিল, সে স্পিরিটকে একটি কুচক্রী মহল ধ্বংস করার পাঁয়তারা করছে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে ছাত্রসংগঠনটি গত ১৭ বছর লড়ে গিয়েছিল, সে ছাত্রসংগঠনের একজন নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আমরা সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”
প্রতিবাদ মিছিলে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, ” তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্রদল নেতাকে হত্যা করা হয়েছে। এ নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এ সময় রাবি ছাত্রদলের বিভিন্ন স্তরের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর বাতিল করেছেন রাবি উপাচার্য

Share the post

Share the postরাবি প্রতিনিধি: উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অ্যাকাডেমিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব শক্তিশালী করার লক্ষ্যে পাকিস্তান সফর করার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের ঘটনায় নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে পাকিস্তান সফরটি বাতিল করেছেন রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় […]

জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. রোকনুজ্জামানকে হত্যার হুমকি, থানায় জিডি

Share the post

Share the postসৈয়দ মাহিন,রাবি প্রতিনিধিঃ জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. মো. রোকনুজ্জামান অজ্ঞাতনামা দুর্বৃত্তদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় তার নিজ বাড়িতে। এ বিষয়ে তিনি দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৫৪৭, তারিখ: ১৫ জুন ২০২৫, ট্র্যাকিং নং: 203GMC) করেছেন। জিডিতে বলা হয়, গত ১০ জুন বিকেল সাড়ে ৪টার […]