পাবিপ্রবির মূল গেটসংলগ্ন দোকানের খাবারে মিললো পোকা

Share the post
মনিরুল ইসলাম,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রধান ফটকের সামনের একটি দোকানে সিঙাড়ায় পোকা পাওয়া গেছে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৯ মে) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে।
সোমবার (১৯মে) বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দুই শিক্ষার্থী গেটসংলগ্ন একটি বাংলা খাবারের হোটেলে দুপুরের খাবার খেতে যান। সিঙাড়া অর্ডার দিয়ে খাওয়ার এক পর্যায়ে তারা সেই সিঙাড়ার মধ্যে পোকা দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা সেটি ক্যামেরাবন্দি করে এবং হোটেল মালিককে জানান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হোটেলটির রান্নাঘর অত্যন্ত অস্বাস্থ্যকর এবং পুরো দোকানেই পরিচ্ছন্নতার অভাব। খাবারের মান যেমন নিম্নমানের, তেমনি শিক্ষার্থীদের অভিযোগ দোকানটিতে অতিরিক্ত দাম রাখা হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন,এই দোকানে ৫ টাকার সিঙাড়া ১০ টাকায় বিক্রি করা হচ্ছে নিয়মিত।  এমনকি হোটেল মালিক ও কর্মচারী শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করেন।
খাবারে পোকা পাওয়ার ঘটনা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) পাবিপ্রবি শাখার সভাপতি আলফি সানিকে জানানো হলে তিনি দ্রুত ব্যবস্থা নেন। তার নেতৃত্বে সিওয়াইবির একদল সদস্য ওই দোকানে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে দোকানের এক কর্মচারী সিওয়াইবির সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপর হোটেলের মালিক মাইক সাইদের উপস্থিতির জন্য অপেক্ষা করা হলেও তিনি আসেননি।
পরে সাংবাদিকরা ফোনে যোগাযোগ করলে হোটেল মালিক সাইদ বলেন, সিঙাড়ায় পোকা পাওয়ার ঘটনায় আমি আন্তরিকভাবে দুঃখিত। কখন পোকাটি সিঙাড়ার মধ্যে ঢুকে গেছে, তা বুঝতে পারিনি। ভবিষ্যতে এমন ভুল আর হবে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]

খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

Share the post

Share the postইয়াসিন আরাফাত ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবঞ্জে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা শহরের ফুড অফিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের […]