পবিত্র রমজান উপলক্ষে ভোলায় ভ্রাম্যমান ট্রাকসেলে টিসিবি পণ্য বিক্রি চলছে
মোঃ সামিরুজ্জামান ভোলা: মাহে রমজান উপলক্ষে ভোলায় ভ্রাম্যমান ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। জেলার সাতটি উপজেলায় চলমান এ কার্যক্রম শুরু হয়েছে ৫ মার্চ থেকে এবং চলবে ২৮ মার্চ পর্যন্ত।
প্রতি প্যাকেজে মাত্র ৪৫০ টাকায় ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ডাল দেওয়া হচ্ছে। বাজারের চেয়ে কম মূল্যে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরে খুশি নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।
প্রতিদিন সকাল ৮টায় ভোলা পৌরসভা কার্যালয় চত্বরে এ কার্যক্রম পরিচালনা করতে দেখা যায় টিসিবি কর্তৃপক্ষকে। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে উপকারভোগী ক্রেতারা এসে লাইনে দাঁড়ান। ভোলা পৌরসভা চত্বরে সাধারণ মানুষের দীর্ঘ সারি ছিল চোখে পড়ার মতো।
তবে ভিড়ের মধ্যেও শৃঙ্খলা বজায় রেখে পণ্য সরবরাহের চেষ্টা করছে প্রশাসন। মাঝে মধ্যে কিছু মানুষ হুড়োহুড়ি করে পণ্য সংগ্রহের চেষ্টা করলেও কর্তৃপক্ষ সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখছেন।
পণ্য না পেয়ে কেউ কেউ হতাশার কথাও জানিয়েছেন। এ বিষয়ে ট্যাগ অফিসার জাহিদ হোসেন বলেন, ‘চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সবার হাতে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। তবে সুষ্ঠুভাবে এবং শৃঙ্খলার মধ্য দিয়ে বিতরণ কার্যক্রম চলছে।’
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোলায় মোট ১৯টি ট্রাকসেলের মাধ্যমে ৩৮ হাজার উপকারভোগীকে টিসিবির পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ মার্চ পর্যন্ত চলবে এ কার্যক্রম।
জেলার সুবিধাবঞ্চিত মানুষের জন্য রমজানের এই বিশেষ আয়োজন সাধারণ মানুষের কাছে স্বস্তি নিয়ে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।