পদ্মা নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু ।
মোঃ রাসেল হোসেন ঈশ্বরদী,পাবনা প্রতিনিধি: ঈশ্বরদীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাবিব হোসেন (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (২১আগস্ট) ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চড়কুড়ুলিয়া মালপাড়ার ঘাটে এ ঘটনা ঘটে।
জানা যায়, কিশোর হাবিব শনিবার দুপুর ১টার দিকে তার বন্ধুদের সাথে নদীতে গোসল করতে যায়। সাতার না জানায় গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়।পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজি করে দেড় ঘন্টা পর দুপুর আড়াইটায় হাবিবের মরদেহ নদী থেকে উদ্ধার করে।
হাবিব হোসেন ঈশ্বরদীর লক্ষিকুন্ডা ইউনিয়নের চড়কুড়ুলিয়া গ্রামের দাউদ প্রামাণিকের ছেলে।ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান পারভেজ জানান, খবর পেয়ে নিহত হাবিব হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ।এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।