পটিয়ায় ইয়াবাসহ যুবক আটক
পটিয়া প্রতিনিধি (চট্টগ্রাম) : পটিয়ার কুসুমপুরা ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবাসহ ১ জনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
আটককৃত আতিকুল ইসলাম (২৬) দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মোস্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আবদুল হামিদ খানের পুত্র।
পটিয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নে অভিযান চালিয়ে ৬৪০পিস ইয়াবাসহ আতিকুল ইসলামকে আটক করা হয়।
এ ব্যাপারে পটিয়া থানার এসআই মো. মিনহাজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে । বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।