নেত্রকোনায় ২য় বারের মতো পেলো নারী জেলা প্রশাসক

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনায় নবনিযুক্ত জেলা প্রশাসক বনানী বিশ্বাস দায়িত্ব গ্রহণ করেছেন।গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিদায়ী প্রশাসক শাহেদ পারভেজের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস ২৪ তম বিসিএস এর মাধ্যমে জনপ্রশাসনে যুক্ত হন। জেলার ৫৪ বছরের ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক হলেন বনানী বিশ্বাস। এর আগে তিনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব(প্রশাসন ) ছিলেন। সম্প্রতি তাঁকে নেত্রকোনা জেলা প্রশাসক পদে বদলি করা হয়। ওই জেলায় যোগদানের আগেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইব্রাহীমের স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশক্রমে ১১ সেপ্টেম্বর এক আদেশে তাকে নেত্রকোনা জেলায় বদলি করা হয়।
নেত্রকোনায় নবনিযুক্ত জেলা প্রশাসক বনানী বিশ্বাস দায়িত্ব গ্রহণ করেছেন। জেলা প্রশাসক বনানী বিশ্বাস এক বার্তায় বলেন, জেলা প্রশাসক হিসেবে নেত্রকোনায় দায়িত্ব পালন আমার জন্য বিশেষ সম্মানের। আমাদের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূতিকাগার, তারও আগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐতিহাসিক ফকির সন্ন্যাসী বিদ্রোহের অংশ হয়ে ওঠা, লোকসংস্কৃতি আর ঐতিহ্যের অনন্য উদাহরণ এই নেত্রকোনা। নেত্রকোনা থেকে শুরু করে কলমাকান্দা ও দূর্গাপুর পর্যন্ত জেলার পথে–প্রান্তরে বিস্তৃত হয়ে রয়েছে আমাদের পূর্ব পুরুষগণের অসমসাহসী গৌরবময় বীরত্বগাথা, ছড়িয়ে রয়েছে সাত শহীদের অমূল্য স্মৃতি চিহ্নসমূহ, সম্পৃক্ত রয়েছে নানাবিধ লোক ঐতিহ্যের মূল্যবান স্মারক। আবহমানকাল ধরে এ জেলার বিভিন্ন শিল্প, মিষ্টি ও মিষ্টিজাত খাদ্যদ্রব্য ইত্যাদি সারা দেশে সমাদৃত। আমি জানি এই জেলায় রয়েছে অনেক পাহাড় ও হাওর। তিনি আরও বলেন, সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো বিধি-বিধানের আলোকে যথাযথভাবে বাস্তবায়ন করা আমাদের প্রধান কাজ। একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে আমরা নেত্রকোনা জেলার সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নসহ শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ইত্যাদি বিষয়ে অর্থবহ ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ। সকলের সহযোগিতা আমাদের এই প্রচেষ্টা সফল করবে। আমি এই জেলার সকলের সহযোগিতা কামনা করছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নেত্রকোনার বারহাট্টায় ৪ আগস্ট ছাত্রদের মিছিলে গুলির মামলায় যুবলীগ নেতা আটক

Share the post

Share the postসোহেল খান দূর্জয়, নেত্রকোনা : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ৪ আগস্ট গুলি বর্ষণ ও মারপিট করার মামলায় যুবলীগ নেতা আননান (৩৯) কে আটক করেছে বারহাট্টা থানা পুলিশ।শুক্রবার রাতে( ২৫ অক্টোবর) বাউসী এলাকায় একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান। আননান ওরফে আদনাল নেত্রকোনা […]

নেত্রকোনায় বিএনপি নেতা হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

Share the post

Share the postসোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলায় বিএনপি নেতা এরশাদ আলী খন্দকার হত্যা মামলায় এক আওয়ালী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরশাদ আলী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও নরনায়ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন।এরশাদ আলীকে হত্যা মামলায় সাবেক সাংসদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান দুই ইউপি চেয়ারম্যান, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি, সাংসদের দুজন ব্যক্তিগত সহকারীসহ […]