

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দায় মাদক সেবনরত অবস্থায় আটক ৪ যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত তাদের এ সাজা দেন। কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন— আলমগীর হোসেন (৩০), মো. আ. হান্নান (৩০), রাব্বি খন্দকার (২৮) ও মো. মিজান (২০)। তারা সবাই উপজেলার লেংগুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সীমান্তবর্তী লেংগুড়া বাজার এলাকা থেকে স্থানীয় লোকজন মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। রাতে কলমাকান্দা থানা পুলিশ দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করে।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল কুমার সরকার জানান, সাজাপ্রাপ্তদের নেত্রকোনা জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে।