

সোহেল খান দূর্জয় ,নেত্রকোনা : নেত্রকোনা জেলার আটপাড়ায় এক মাছ চাষির মাছের ঘেরে বিষ দিয়ে প্রায় দুই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত রবিবার (৩০ মার্চ) দিবাগত রাতে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের সোনাজুর গ্রামের বাসিন্দা আব্দুল হকের ছেলে শোকরান খানের মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
জানা যায়,গত সোমবার পবিত্র ঈদ উল ফিতরের দিন (৩১ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে মরা মাছগুলো ভাসতে দেখা গেছে। মাছ চাষী শোকরান খান সুখারী ইউনিয়নের সোনাজুর গ্রামের বাসিন্দা আব্দুল হকের ছেলে।
অভিযুক্তরা হলেন, একই ইউনিয়নের সোনাজুর গ্রামের বাসিন্দা রহিম মিয়ার ছেলে সাগর মিয়া (২২) ও সিরাজ মিয়ার ছেলে কামরুল মিয়া (২৮)।মাছ চাষী শোকরান খান বলেন, আমি দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছি। এছাড়া ফিসারীর পাশে কিছু অংশে ফসল উৎপাদন করি। চলতি বছর আমি ৬০ শতাংশ জমিতে মাছ চাষ করেছি।
তিনি বলেন, গত রবিবার (৩০ মার্চ) রাত আনুমানিক ২ টার দিকে পূর্ব শত্রুতার জেরে সাগর মিয়া, ও কামরুল মিয়া আমার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে। বিষপ্রয়োগ করার কারণে আমার প্রায় দুই লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন মাছ চাষী শোকরান খান।