

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : বিশেষ সূত্রে জানা যায় গত (২৪ ডিসেম্বর) মঙ্গলবার নেত্রকোনায় আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে জামিন নামঞ্জুর হওয়ায় আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন আসামিরা। এসময় হট্টগোল সৃষ্টি হয়। এই ঘটনার সময় আসামিদের পাশে থাকা এক যুবককে মারধর করার অভিযোগও ওঠেছে। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এমনই ঘটনা ঘটেছে নেত্রকোনা জজ আদালতে। এই ঘটনায় এখন পর্যন্ত আদালত চত্বর রয়েছে থমথমে অবস্থায়। প্রত্যক্ষদর্শী ও আদালত সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে, জেলার খালিয়াজুরি উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গত ২০ সেপ্টেম্বর নাশকতা আইনে একটি মামলা হয়। ওই মামলাটির বাদী খালিয়াজুরী উপজেলার মাইনুল ইসলাম তালুকদার এজাহারে উল্লেখ করেন, ২০১৮ সালের ২৫ ডিসেম্বর সঙ্ঘবদ্ধ আসামিরা উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করেন। ওই ঘটনায় তিনি ৪৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৩০ জনকে আসামি করেন। পরে উচ্চ আদালত থেকে ২৮ দিনের জামিন পান আসামিরা।
এঘটনায় তাদের জামিনের মেয়াদ শেষ হওয়ায় গত (২৪ ডিসেম্বর ) মঙ্গলবার দুপুরে নাম উল্লেখ করা ৪৩ জন আসামি জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এসময় বিচারক জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান অসুস্থ একজন আসামির জামিন মঞ্জুর করেন। আর জেলার খালিয়াজুরি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শামসুজ্জামান তালুকদার শোয়েব সিদ্দিকী, খালিয়াজুরি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম আবু ইসহাক, তার ছোট ভাই উপজেলা যুবলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম ফালাক, চাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মেন্দিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হেকিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বাগত সরকার শুভসহ অন্তত ৪২ জন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুক্রবার এবিষয়ে জানতে নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, জামিন নামঞ্জুর হওয়া আসামিরা দোতলায় এজলাস কক্ষ থেকে বের হয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন। এসময় বেশ কয়েকজন ফোনে তাদের স্লোগানের ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১ মিনিট ১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, আসামিরা উচ্চস্বরে স্লোগান দিচ্ছিলেন। শুক্রবার এবিষয়ে প্রত্যক্ষদর্শী একজন আইনজীবী এই প্রতিনিধিকে জানান, আদালত চত্বরে স্লোগান দেওয়ার সময় আসামিদের সঙ্গে থাকা আকাশ মিয়া নামের এক যুবককে বেশ কয়েকজন মারধর করে তার শরীরের জামা ছিঁড়ে ফেলেন দুর্বৃত্তরা। এসময় আদালত চত্বরে উপস্থিত পুলিশ সদস্যরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা গেছে। পরে বিএনপি সমর্থিত বেশ কয়েকজন আইনজীবী এসে ওই তরুণকে উদ্ধার করে একটি কক্ষে তাদের হেফাজতে রাখেন। শুক্রবার এ বিষয়ে জানতে চাইলে কোট পরিদর্শক মফিজ উদ্দিন শেখের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। তবে নেত্রকোনা জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান এই প্রতিনিধিকে বলেন, এজলাস থেকে বের হয়ে বেশ কয়েকজন আসামি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটি দিতে থাকেন। এসময় একটু হট্টগোলের সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে যুবককে মারধর করার বিষয়টি প্রথমে তার জানা ছিল না বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, এই মারধরের বিষয়টি খোঁজ নিয়ে তদন্ত করে দেখছি। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।