নীলফামারী ডিমলা উপজেলায় মাস্ক ব্যবহারে সচেতনতা বাড়াতে আইন-শৃংখলা বাহিনীর তৎপরতা
মোঃ মাইনুল হক, বিশেষ প্রতিনিধি: ‘করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান’ “মাস্ক নাই তো, সেবা নাই” এই প্রতিপাদ্য নিয়ে মাস্ক ব্যবহারে সচেতনতা বাড়াতে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায় ও ডিমলা থানার আইন-শৃংখলা বাহিনী পুলিশ একটি বিশেষ প্রচারাভিযান চালিয়েছে। বুধবার (২৫ নভেম্বর) উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, দোকান, হোটেল-রেস্টুরেন্ট ও কাঁচা-বাজারে জনসাধারণের মাঝে এ প্রচারাভিযান পরিচালনা করা হয়। ডিমলা উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়ের নেতৃত্বে প্রচারাভিযানে অংশ গ্রহন করেন ডিমলা থানা পুলিশের একটি বিশেষ দল। নির্বাহী অফিসার বলেন, ‘মাস্ক নাই তো, সেবা নাই। কোনো ব্যক্তি মাস্ক ছাড়া কোথাও গেলে তাকে কোনো সেবা দেওয়া হবে না। এমন কী দোকানেও কেনাকাটা করা যাবে না। শীতের মৌসুমে বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধ ও নিজেকে সুরক্ষা রাখতে জনসাধারণকে মাস্ক পরার অনুরোধ জানান। এর আগে প্রচারাভিযান চলাকালে উপজেলা প্রশাসন ও বিভিন্ন এনজিওর সহযোগিতায় সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যারা মাস্ক ছাড়া ঘর থেকে বের হয়েছেন তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। তিনি আরও বলেন, করোনা নিয়ন্ত্রণে এই উপজেলায় কেউ মাস্ক ছাড়া ঘরের বাহিরে বের হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি