নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার সহযোগিতায় ও ব্র্যাকের উদ্যোগে ঢেলাপীর আবাসন এলাকায় দুই শত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ।
নিউজ রিপোর্টার মোঃ মাইনুল হক( রংপুর বিভাগ): নীলফামারী জেলার ‘সৈয়দপুর পৌরসভার সহযোগিতায় ও ব্র্যাকের উদ্যোগে ঢেলাপীর আবাসন এলাকায় দুই শত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ। সাম্প্রতিককালের ভয়াবহ মহামারি কোভিড ১৯ করোনা ভাইরাসের কারনে দেশের অঘোষিত লকডাউনে খেটে খাওয়া মানুষ চরম বিপাকে।

উক্ত আপদকালীনসময়ে অসহায় গরীব মানুষের পাশে সৈয়দপুর পৌরসভা ও ব্রাক। অসহায় মানুষের হাতে তুলে দেন আর্থিক সহযোগিতা এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ মো:আমজাদ হোসেন সরকার, ব্রাকের কর্মকর্তাগণ-সহ অনেকেই৷ সহযোগিতার অর্থ হাতে পেয়ে অত্র এলাকার আপমর জনগন অত্যন্ত খুশি। এর পূর্বে পৌর মেয়র তার সংক্ষিপ্ত বক্তব্যে আরো বলেন দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিৎ এবং সরকারি নির্দেশনা মেনে চলা অত্যন্ত অপরিহার্য।