নীলফামারী জেলায় সব ধরনের যানবাহন, দোকানপাট, সাপ্তাহিক হাটবাজার, প্রতিষ্ঠান এবং গনপরিবহন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
মোঃ মাইনুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী জেলায় সব ধরনের যানবাহন, দোকানপাট, সাপ্তাহিক হাটবাজার, প্রতিষ্ঠান এবং গনপরিবহন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এছাড়াও সব ধরনের যানবাহনের প্রবেশ ও বহির্গমন বন্ধ ঘোষণা করা হয়েছে। এজন্য জেলার সকল বহির্গমন ও প্রবেশ পথে বিশেষ চেকপোস্ট বসানো হবে বলে জানানো হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি এ আদেশ জারি করে। যা শুক্রবার (১০ এপ্রিল) থেকে কার্যকর হবে। অত্যাবশ্যকীয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কৃষিপণ্য ও যন্ত্রপাতির দোকান সকাল ৭টা থেকে দুপুর ১ পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান ও হাসপাতাল দিবারাত্রি খোলা থাকবে এবং সামাজিক দূরত্ব মেনে সকল প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। এ আদেশ অমান্যকারীকে কঠোর আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।