নারী সংস্কার কমিশন বিলুপ্তির দাবিতে ঢাকার সাভারে হেফাজতে ইসলামের বিক্ষোভ

Share the post
মাহমুদুল ইসলাম সাগর সাভার উপজেলা:নারী সংস্কার কমিশনের দেয়া সুপারিশ সহ ইসলামী উত্তরাধিকার ও পারিবারিক আইন নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে উল্লেখ করে  পুরো কমিশন বিলুপ্তি ঘোষণার দাবিতে ঢাকার সাভারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  জুমার নামাজের পর প্রায় ৩ টার দিকে সাভার উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গনে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে  ৫ দফা দাবি জানিয়ে নেতাকর্মীরা ঢাকা আরিচা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করে।
এসময়, গত শনিবার দেশের প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের দেয়া কোরআন বিরোধী একাধিক সুপারিশ বাতিলের দাবি জানানো হয়। এছাড়া শাপলা চত্বরসহ সকল গণহত্যার দ্রুত বিচার, হেফাজতে ইসলামের নেতাদের নামে স্বৈরাচার আওয়ামী লীগের দেয়া মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। আগামী ৩ মে এর মধ্যে দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আকরামের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশের সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আলী আকবর কাসেমী।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার উপদেষ্টা ও কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল্লাহ।
বক্তারা বলেন, গত শনিবার অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়া হয়েছে। ওই প্রতিবেদনের বেশকিছু সুপারিশ ইসলাম বিরোধী। হেফাজতের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করে কুরআন ও ইসলামী বিধান পরিপন্থী আইন প্রণয়নের প্রচেষ্টা দেশের জনগণ মেনে নেবে না। বিশেষ করে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত অনেক সুপারিশ সরাসরি কুরআনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক। ফলে এসব সুপারিশ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। যদি সরকার অবিলম্বে এ কমিশন বিলুপ্তি ঘোষণা সহ অন্যান্য দাবি মেনে না নেয়, তাহলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো এ সরকারকেও ক্ষমতাচ্যুত করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রংমিস্ত্রি শাহীন হত্যার প্রধান আসামী গ্রেফতার 

Share the post

Share the post মাহমুদুল ইসলাম সাগর  সাভার উপজেলা প্রতিনিধি :সাভার পৌর ৫ নং ওয়ার্ড এর  ব্যাংক কলোনী এলাকায়  শাহীন হত্যার প্রধান আসামি মেহেদী কে গাজীপুর থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। সাভার মডেল থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে ২২ মে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গত ১৯ মে রাত ৯টা ২৫ মিনিটে ব্যাংক কলোনী […]

সাভারে মাথায় গুলি করে রং মিস্ত্রিকে হত্যা।

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর জেলা প্রতিনিধি:সাভারের ব্যাংক কলোনী এলাকায় শাহীন (২৬) নামের এক পরিবহন রং মিস্ত্রীকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেন সংলগ্ন ব্যাংক কলোনি এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।নিহত শাহীন সাভারের বলিয়ারপুর এলাকার […]