নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০
আশিকুর রহমান টুটুল(নাটোর প্রতিনিধি): নাটোরের বড়াইগ্রামে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষ ভাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষ ভাঙ্গা এলাকায় পণ্যাহী একটি ট্রাকের সাথে যাত্রীবাহী রাজকীয পরিবহন নামের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক তারেক রহমান মারা যান। এসময় বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় বেসরকারী ভর্তি করা হয়েছে। নিহত ট্রাক চালক তারেক রাজবাড়ি জেলার বাসিন্দা। বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান,‘ ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার তারেক মারা গেছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।