নাটোরে নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে
নাটোর প্রতিনিধি: স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করায় নাটোরে নতুন করে ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১ জনের ফলোআপ রিপোর্ট রয়েছে। বুধবার (০৪ নভেম্বর) রাতে নাটোর সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।আক্রান্তদের মধ্যে নাটোর সদর উপজেলায় ৩ জন, বড়াইগ্রাম উপজেলায় ৪ জন , লালপুর উপজেলায় ৩ জন, বাগাতিপাড়া উপজেলায় ২ জন রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, এ পর্যন্ত নাটোর জেলায় সর্বমোট ১০৬৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং ৯২২ জন কারোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন