

আশিকুর রহমান নরসিংদী : জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূতি উপলক্ষে নরসিংদীতে আইনজীবীদের “মার্চ ফর জাস্টিস” দিবস উপলক্ষে পদযাত্রা পালন করেছে নরসিংদী জেলা আইনজীবীরা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নরসিংদী ইউনিট দিবসটি পালন করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নরসিংদী জেলা শাখার সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। পদযাত্রাটি আদালত চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় আদালত চত্বরে এসে শেষ হয়। পরে আইনজীবী মিলনায়তনে এক সমাবেশের আয়োজন করেন। এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুল আলম ভূইয়ার সঞ্চালনায় সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান ভূইয়া, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঞা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম নুরুল ইসলাম নুরন্নবী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদের টিটু, নরসিংদী জেলা আইনজীবী সমিতির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, নির্বাহী সদস্য অ্যাডভোকেট কাজী শিশির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।