নতুন ব্রীজ চাক্তাই হামিদখাঁন জামে মসজিদ কমিটির উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইজদাহুম অনুষ্ঠিত

Share the post

নিজস্ব প্রতিবেদক :     চট্টগ্রাম নগরীর নতুন ব্রীজ এলাকায় ২৮ নভেম্বর চাক্তাই হামিদখাঁন জামে মসজিদ মাহফিল কমিটির উদ্যোগে ১২তম পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইজদাহুম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। হামিদখান জামে মসজিদ মাহফিল কমিটি এবং সকল ব্যবসায়ি কর্তৃক পবিত্র পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইজদাহুম ও মিলাদ মাহফিল আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আজাহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভি.পি শায়েখ সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোজাফ্ফ আলী জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মো. নাজিম উদ্দিন আলকাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদখান জামে মসজিদের খতিব মাওলানা মো. সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন হামিদখান জামে মসজিদ পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা হাজী ইউসুফ খান, হাজী মো. নওয়াব খান, মো. আবুল কাশেম, মো. মুসা খান সাহেব, মো. পেয়ার আহমেদ, ইলিয়াছ হোসেন, মো. সৈয়দ হোসেন, মুজাফ্ফর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) আল্লাহ তায়ালার দিদার লাভ করেন এবং ৫ ওয়াক্ত নামাজের জন্য হুকুম দিয়ে দুনিয়া থেকে প্রত্যাবর্তন করেন। তিনি অবলোকন করেন, সৃষ্টি জগতের সমস্ত কিছুই অপার রহস্য। মাহফিলে সভাপতিত্ব করেন হামিদখান জামে মসজিদ মাহফিল কমিটির সভাপতি ও সাবেক মসজিদ মোতোয়াল্লী মরহুম আজিজ খানের পুত্র মো. আজম খান রাশেদ।

মাহফিল সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ বেলাল হোসাইন, মাহফিল শেষে করোনা ভাইরাসের এই মহামারী দূর্গোগ থেকে আল্লাহর রহমত কামনায় দোয়া ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]