নতুন ব্রীজ চাক্তাই হামিদখাঁন জামে মসজিদ কমিটির উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইজদাহুম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর নতুন ব্রীজ এলাকায় ২৮ নভেম্বর চাক্তাই হামিদখাঁন জামে মসজিদ মাহফিল কমিটির উদ্যোগে ১২তম পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইজদাহুম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। হামিদখান জামে মসজিদ মাহফিল কমিটি এবং সকল ব্যবসায়ি কর্তৃক পবিত্র পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইজদাহুম ও মিলাদ মাহফিল আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আজাহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভি.পি শায়েখ সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোজাফ্ফ আলী জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মো. নাজিম উদ্দিন আলকাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদখান জামে মসজিদের খতিব মাওলানা মো. সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন হামিদখান জামে মসজিদ পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা হাজী ইউসুফ খান, হাজী মো. নওয়াব খান, মো. আবুল কাশেম, মো. মুসা খান সাহেব, মো. পেয়ার আহমেদ, ইলিয়াছ হোসেন, মো. সৈয়দ হোসেন, মুজাফ্ফর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) আল্লাহ তায়ালার দিদার লাভ করেন এবং ৫ ওয়াক্ত নামাজের জন্য হুকুম দিয়ে দুনিয়া থেকে প্রত্যাবর্তন করেন। তিনি অবলোকন করেন, সৃষ্টি জগতের সমস্ত কিছুই অপার রহস্য। মাহফিলে সভাপতিত্ব করেন হামিদখান জামে মসজিদ মাহফিল কমিটির সভাপতি ও সাবেক মসজিদ মোতোয়াল্লী মরহুম আজিজ খানের পুত্র মো. আজম খান রাশেদ।
মাহফিল সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ বেলাল হোসাইন, মাহফিল শেষে করোনা ভাইরাসের এই মহামারী দূর্গোগ থেকে আল্লাহর রহমত কামনায় দোয়া ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।