

নিউজ ডেস্ক: ধর্ষণ প্রতিরোধে নারীদের আত্মরক্ষার কৌশল শেখানোর জন্য চট্টগ্রাম নগরীতে কর্মশালা আয়োজন করতে যাচ্ছে একটি সামাজিক সংগঠন। যে কোনো বয়সের নারীরা বিনামূল্যে নিজেকে ধর্ষণের হাত থেকে রক্ষা এবং ধর্ষকদের প্রতিরোধের কৌশল এই কর্মশালায় শিখতে পারবেন বলে জানিয়েছেন ‘ইনস্পায়ার চট্টগ্রাম’ নামে এই সংগঠনের উদ্যোক্তারা।সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ‘ইন্সপায়ার চট্টগ্রাম’র চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাত হোসেন।সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ৩০ অক্টোবর থেকে ‘সেল্ফ ডিফেন্স সারভাইভাল আর্ট কর্মশালা’ শুরু হবে। তিন মাস ধরে চলবে এই প্রশিক্ষণ। এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন জয়জিৎ চৌধুরী ও ফাতেমা সুমাইয়া নাম্নী।সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার এই প্রশিক্ষণ দেওয়া হবে। নগরীর দামপাড়ায় মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত, হালিশহর বিডিআর মাঠ সংলগ্ন রাবেয়া বসরি বালিকা বিদ্যালয়ে বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে।বিনামূল্যে এই প্রশিক্ষণ পেতে যে কোনো বয়সের নারীরা নিবন্ধন করতে পারবেন ২৮ অক্টোবরের মধ্যে। নগরীর আগ্রাবাদে আক্তারুজ্জামান সেন্টারের তৃতীয় তলায় ডায়মন্ড হেভেন, নাসিরাবাদ আফমি প্লাজার তৃতীয় তলায় ডায়মন্ড হেভেন শোরুম, চকবাজারের গুলজার টাওয়ারের পঞ্চম তলায় আওয়ার ট্রেড, চেরাগি পাহাড়ের নন্দন বইঘর, এপোলো শপিং সেন্টারের দ্বিতীয় তলায় কিং মেটালিক ও হালিশহর বিডিআর মাঠ সংলগ্ন ক্যাফে স্পাইসে যোগাযোগ করে নিবন্ধন করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৭৩৩১৫৭৭৪৮ ০১৯১৪০০২২৫৬ নম্বরে ফোন করা যাবে।ইন্সপায়ার চট্টগ্রামের চেয়ারম্যানের সাজ্জাতের উদ্যোগে করোনাকালের শুরুতে চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি আইসোলেশন সেন্টার গড়ে উঠেছিল। তিনমাসেরও বেশি সময় ধরে সেন্টারটিই চট্টগ্রামে সবচেয়ে বেশি করোনা রোগীকে সেবা দিয়েছে।
করোনা আইসোলেশন সেন্টার থেকে অনুপ্রেরণা পেয়ে ‘ইন্সপায়ার চট্টগ্রাম’ গড়ে তোলার কথা জানিয়ে সাজ্জাত বলেন, ‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হলেও সামাজিকভাবে প্রতিরোধের বিকল্প নেই বলে আমরা মনে করি। নারীদের নির্যাতনের ভয়ে মুখ বন্ধ করে না রেখে উদ্ধত পুরুষকে প্রতিরোধ করতে হবে। প্রতিরোধের দৃষ্টান্ত যদি গড়ে উঠতে থাকে তাহলে নির্যাতনকারীরা পিছু হটতে বাধ্য হবে। নারীদের পাশে দাঁড়িয়ে তাদের প্রতিরোধের শক্তি ও সাহস যোগাতে চাই আমরা। এজন্য প্রতিরোধের কিছু কলাকৌশল আমরা নারীদের শিখিয়ে দিতে চাই।’
যে কোনো মানবিক বিপর্যয়ে ইন্সপায়ার চট্টগ্রাম মানুষের পাশে দাঁড়াবে বলে জানান সাজ্জাত হোসেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হেলাল উদ্দিন, পরিচালক রেজাউল করিম, মোহাম্মদ সাইফ সাইফু, জাওইদ আলী চৌধুরী, একরামুল চৌধুরী, এম শাহাদাত নবী খোকা, সোনিয়া আজাদ,গোলাম সামদানি জনি, সাদ শাহরিয়ার, কামরুল হাসান চৌধুরী, প্রশিক্ষক জয়জিৎ চৌধুরী ও ফাতেমা সুমাইয়া নাম্নী।