দেবাশীষ পাল দেবু’র উদ্যোগে আরজু মনি সেরনিয়াবাতের জন্মবার্ষিকীতে এতিমদের মাঝে খাবার বিতরণ
চট্টগ্রামে আরজু মণি সেরনিয়াবাতের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে আলকরণস্থ আহমদীয়া হাসিমিয়া ইসমাইলিয়া সুন্নিয়া হেফজখানা এতিমখানা এবতেদায়ী ও ফোরকানিয়া মাদ্রাসায় মিলাদ-মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ নেতা আরিফুর রহমান লিটু, মো. নুরন্নবী পারভেজ, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ, ইরশাদ ইফতেখার মামুন, ইকবাল হোসেন, মঈন উদ্দিন মঈনু, মো. নাইম প্রমুখ।
১৫ মার্চ আরজু মণি সেরনিয়াবাত যুবলীগের বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের মাতার ৭৫ তম জন্মবার্ষিকী।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেন,১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে হত্যা করা হয় । ইতিহাসের বর্বরোচিত ঘটনায় শেখ ফজলুল হক মণি’র সহধর্মিণী আরজু মণি সেরনিয়াবাতকেও হত্যা করা হয়েছিল। আজ ১৫ই মার্চ শহীদ আরজু মণি সেরনিয়াবাতের ৭৫ তম জন্মবার্ষিকী। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন দিনটি পালন করে যাচ্ছেন। তিনি আরও বলেন, আরজু মণি সেরনিয়াবাত যুবলীগের বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের শ্রদ্ধেয় মাতা।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আলকরন আহমদিয়া ইসমাইলিয়া সুন্নিয়া হেফজখানা এতিমখানা এবতেদায়ী ও ফোরকানীয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা জসিমউদ্দীন।