

মো:রাশেদ খান, ভোলা:দুর্ভিত্তের দেওয়া আগুনে কম্পন হারভেস্টার ৩২ লক্ষ টাকা গাড়ি পুড়ে সাই।আজ ২৫ শে এপ্রিল শুক্রবার গভীর রাতে চরপাতা ইউনিয়ন ৭ নং ওয়ার্ডে , অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, স্থানীয় সূত্রে, জানা যায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে গভীর রাতে পালিয়ে যায় সকালবেলা কৃষকেরা দেখে দুর্বৃত্তের দেওয়া আগুনের লেলিহানে গাড়িটি পুড়ে যায় এবং গাড়িটির ইঞ্জিন বাস্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত পরিবার জানায় আমার সাথে পারিবারিক ব্যক্তিগত বিরত চলে আসছে এবং প্রতিদিনের ন্যায় মাছ ঘাটের সংলগ্নে গাড়িটি রাখা হয়,উক্ত গাড়ির মালিক আলাউদ্দিন মাঝি গণমাধ্যমকে কে বলেন, পূর্বের শত্রুতার যের ধরে গভীর রাতে আমার গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়।
আমার গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়, আলাউদ্দিন মাঝি কান্না মুখে বলেন ,আমার এই গাড়িটি বাজার মূল্য ৩২০০০০০/ লক্ষ টাকা। আমার একমাত্র আয় করা সম্বল ছিল এই গাড়িটি,আজ সেই গাড়িটি পুড়ে ফেলেছে, উক্ত গাড়িটি উপরে অনেক ঋণের বোঝা আছে, আমি এখন সর্বনিঃস্ব হয়ে পথে বসে আসছি গাড়িটি এর আগেও সামনের গ্লাস ভেঙ্গে ফেলেছে পুড়িয়ে ফেলার চেষ্টা করছে আমি এই বিষয়ে এলাকাবাসীকে জানাই। এবং গতকাল ২৫ এপ্রিল গভীর রাতে আমার গাড়িটি কে বা কারা আগুন ধরিয়ে দেয় পুড়িয়ে ছাই করে দিয়েছে। আমি দেখি নাই।সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আকুল আবেদন দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই হওয়া আমার গাড়িটির সুস্থ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, বিষয় টি দুঃখজনক আমি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।