দুর্গাপুরে সম্মিলিত সাহিত্য পরিষদের কমিটি গঠন
তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সৃজনশীল শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক ও সমাজসেবা বিষয়ক সংগঠন সম্মিলিত সাহিত্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধায় কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহনে, কবি লোকান্ত শাওনের সঞ্চালনায়, সমাজসেবক মো. মঞ্জুরুল হক মঞ্জু‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, কবি বিদ্যুৎ সরকার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, শিক্ষক সাঈদ হাসান, রফিকুল ইসলাম বাদশা, ডা. কামরুল ইসলাম, ব্যবসায়ি মোস্তফা জামান আব্বাস প্রমুখ।
দীর্ঘ আলোচনা শেষে, মো. মঞ্জুরুল হক মঞ্জু কে সভাপতি, কবি লোকান্ত শাওন কে সাধারণ সম্পাদক, সহ:সভাপতি প্রভাষক তোবারক হোসেন খোকন, শিক্ষক সাঈদ হাসান, বিজয় ত্রিবেদী, যুগ্ম সম্পাদক সাংবাদিক মাসুম বিল্লাহ্, সাংবাদিক দিলোয়ার হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক কবি বিদ্যুৎ সরকার, অর্থ সম্পাদক ডাঃ কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি নাজমুল হুদা সারোয়ার, সম্মানিত সদস্য কবি জীবন চক্রবর্ত্তী, মোস্তফা জামান আব¦াস, শফিকুল ইসলাম শফিক, কবি সফিউল আলম স্বপন, কবি দুনিয়া মামুন কে সম্মানিত সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে অন্যান্য সদস্যদের অন্তর্ভুক্ত, উপদেষ্ট কমিটি গঠন, ব্যাংক একাউন্ট করণ সহ একটি গঠনতন্ত্র প্রনয়ণ করা হবে। এছাড়া আগামী মে মাসের মধ্যভাগে, সংগঠন থেকে একটি গুনীজন সংবর্ধনা দেয়ার জন্য সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সংগঠন সমাজের সকল ভালো কাজে অংশ নিবে বলে জানান নবনির্বাচিত সভাপতি মো. মঞ্জুরুল হক মঞ্জু।