দুমকি উপজেলায়, জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফস ক্লাইমেট অ্যাকশন প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

Share the post
মোঃ আবু ছালেহ বিপ্লব,বরিশাল :বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দুমকী উপজেলা বুধবার  ১৬ই জুলাই, রোজ হস্পতিবার   বেলা সাড়ে ১২ টায়  পটুয়াখালী জেলার  দুমকি উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এবং ওয়েব ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। সভাটির সঞ্চালনা করেন দুমকি উপজেলা বি এন পি সাধারণ সম্পাদক, সাইফুল আলম মৃধা। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব নারীদের জীবনে প্রত্যক্ষভাবে পড়ছে। তাই নারী নেতৃত্বকে সামনে এনে, পরিবেশবান্ধব উদ্যোগে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই গেটকা প্রকল্পের উদ্যোগ।
সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, আবুজর মোঃ ইজাজুল হক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ অলিউল ইসলাম ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার,মোহাম্মদ আলী। জেলা স্বন্ময়কারী মোঃ হাসান উল বান্নাহ্ ও নাদিয়া সুলতানা। আরো ছিলেন,তারিকুল ইসলাম
ফাইন্যান্স অফিসার এন এস এস। দুমকি উপজেলার এন এস এস এর সমন্বয়কারী ইশরাত জাহান ও দুমকি উপজেলার প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট জাহিদুল ইসলাম প্রমুখ।
দুমকি উপজেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, নারী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।বক্তারা গেটকা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং বলেন, এই প্রকল্প নারীদের জলবায়ু অভিযোজন সক্ষমতা বাড়াবে এবং স্থানীয় পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।ওয়েব ফাউন্ডেশন ও এনএসএস প্রতিনিধিরা জানান, প্রকল্পের আওতায় নারী ও যুবদের প্রশিক্ষণ, জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রম, সচেতনতামূলক ক্যাম্পেইন ও সামাজিক নেতৃত্ব গড়ে তোলার কাজ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চোরাচালান, মাদক দমন ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কোস্ট গার্ড দক্ষিণ জোন

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি চ্যানেল ২১: বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখা, জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক দমন, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা থেকে শুরু করে নানামুখী দায়িত্ব পালনের মাধ্যমে […]

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]