দুগার্পুরে এনসিপি‘র দলীয় কাযার্লয় উদ্বোধন

Share the post

তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭জুলাই) সকাল ১০.৩০ ঘটিকার সময়, দলীয় নেতাকমীর্দের উপস্থিতিতে পৌরশহরের জজ কোর্ট এলাকায় এ কাযার্লয় উদ্বোধন করেন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ্ হায়দার।

সাইফুল্লাহ্ হায়দার বলেন, বাংলাদেশের নাগরিকদের নানা সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুই হবে এনসিপি। সাম্য ও ন্যায়ের ভিত্তিতে আমরা মানুষের পাশে দাঁড়াব। কেউ নির্যাতিত হলে আমরা তার পাশে দাঁড়িয়ে যথাযথ সমাধান নিশ্চিত করব। সাধারণ মানুষের আস্থার শেষ ভরসাই হবে এনসিপি।

তিনি আরো বলেন, যারা মনে করেন এনসিপিতে এসে চাঁদাবাজি ও দুনীর্তি করবেন তাদের বলতে চাই এনসিপিতে আপনাদের আপনার মতো সদস্যদের প্রয়োজন নেই। কেউ যদি এনসিপি‘র পরিচয় ব্যবহার করে সুবিধা নিতে চায় সে আমাদের কেউ নয়। দুগার্পুরের দলীয় কাযার্লয়টি অত্র উপজেলাবাসীর সকল সমস্যার সমাধানের কেন্দ্র বিন্দু হয়ে উঠতে পারে। এনসিপি সারাদেশে বিস্তার লাভ করছে। আসুন আমরা ন্যায়ের পথে দাঁড়াই।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংগঠক ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক রফিকুল ইসলাম আইনী, কলমাকান্দা উপজেলা সমন্বয়ক আহমেদ সফি, দুগার্পুর উপজেলা সমন্বয়ক রেজাউল করীম মাসুম, উপজেলা কমিটির সদস্য মামুনুর রশীদ খান, সালমান হোসাই প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে ১৫ জন আহত: ৩ জনকে ঢাকায় প্রেরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ,কক্সবাজার প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে আহত হয়েছেন চিকিৎসকসহ বন বিভাগের ১৫ জন কর্মকর্তা-কর্মচারী। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন- কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জ কর্মকর্তা আলী নেওয়াজ, ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ জুলকারনাইন ও গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. […]

“আশুলিয়া সাংবাদিক হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন”

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর,সাভার উপজেলা প্রতিনিধি :সাভার উপজেলার আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা। শনিবার (১৬ আগস্ট) সকালে আশুলিয়া থানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এসময় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবুল হান্নান মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। এ সময় মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকরা বলেন, গাজীপুরে […]