দুই মাসের মাসিক ভাড়া মওকুফ করে আবারো মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের নাট্য বিষয়ক সম্পাদক এস এম আশরাফুল আরিফ।
নিজস্ব প্রতিনিধিঃ নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে বিপর্যস্ত চট্টগ্রামসহ সারা দেশ। এই সংকটে মানবিক দিক বিবেচনা করে ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র-সংসদের নাট্য বিষয়ক সম্পাদক এস এম আশরাফুল আরিফ তাদের পারিবারিক ফ্যামিলি বাসা,মেচ ঘর,দোকান ঘর সহ ২ টি সম্পুর্ন ভবনের ২ মাসের বাড়ি ভাড়া মওকুফ করেন।ভাড়া মওকুফ করার কারণ জানতে চাইলে আরিফ নিউজ চ্যানেল২১ কে বলেন-আমার বাসার ভাড়াটিয়াদের মধ্যে কয়েকজন যোগাযোগ করেছিল, তারা বলেছে এই করোনাভাইরাসের সংকটের মধ্যে সংসার চালাতেই কষ্ট হচ্ছে ভাড়া দেব কীভাবে। তখন আমি আমার বাবা হাজী নাছির আহম্মেদ (সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ২৯ নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড শাখা,চট্টগ্রাম) বড় ভাই মো রাশেদ ও ওয়াজেদুজ্জামানের সাথে আলোচনা করে ২ মাসের বাড়ি ভাড়া মওকুফ করার সিদ্বান্ত নি। তারপর ভাড়াটিয়া দের ডেকে বলে দি আপনাদের ২ মাসের সম্পুর্ন ভাড়া মওকুফ করা হলো