দীর্ঘ ৬ বছর পর নেত্রকোনা-ময়মনসিংহ রুটে চালু হয়েছে বিআরটিসির দ্বিতল বাস

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: অবশেষে দীর্ঘ ৬ বছর পর নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে পুণরায় চালু হয়েছে বিআরটিসির দ্বিতল বাস সার্ভিস।রবিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে নেত্রকোনা শহরের বিএডিসির সামনে থেকে এ বাস চলাচল শুরু হয়েছে। বিআরটিসির দ্বিতল এই বাসগুলো বেশ আরামদায়ক ও ভাড়াও কম। এতে শিক্ষার্থীরা হাফ ভাড়ায় চলাচল করতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নেত্রকোনা-ময়মনসিংহ রুটে চলাচল করতে মাত্র ৬০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা কার্ড দেখিয়ে যেতে পারবে ৩০ টাকায়। ২০১৮ সালে এই অঞ্চলের মানুষের সুবিধার্থে বিআরটিসির ৬টি বাস নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে চালানোর জন্য বরাদ্দ দেওয়া হয়। তৎকালীন স্থানীয় এমপি এটিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও করেন। কিন্তু পরদিন থেকেই আবার বন্ধ করে দিয়েছে নেত্রকোনা-ময়মনসিংহ বাস মালিক সমিতির সিন্ডিকেট চক্র। পরে এ নিয়ে সাধারণ নাগরিকদের ব্যানারে আন্দোলন হলেও আর চালু হয়নি বাসগুলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর অন্তর্বতীকালীন সরকার আসায় সাধারণ নাগরিকরা আবারও মানববন্ধন করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়। সবশেষ দীর্ঘ ছয় বছর পর সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবার লক্ষ্যে এই বাস সার্ভিস চালু হয়েছে। বাস কাউন্টারের দায়িত্বে থাকা শাওন আহমেদ জানান, প্রতি আধ ঘণ্টা পরপর বাসগুলো সারাদিন চলবে। ময়মনসিংহ থেকে তিনটি আসবে এখান থেকে তিনটি যাবে।
নেত্রকোনা শহরের বাসিন্দা ফজলুর রহমান বলেন, বিআরটিসি বাস চালুর দাবি জনগণের দীর্ঘদিনের। বাস মালিক সমিতির সিন্ডিকেটের কারণে এতদিন তা চালু করা  হয়নি। এবার বাসগুলো চালু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। এছাড়াও শিক্ষার্থীরা হাফ ভাড়ায় যাতায়াত করতে পারবে। আমাদের অনেক শিক্ষার্থী ময়মনসিংহে পড়াশোনা করে। তাদের জন্য এটা আরও বেশি স্বস্তির হবে। তবে আবারও কোনো সিন্ডিকেটের বেড়াজালে যেন বাস চলাচল বন্ধ না হয় সেদিকে নজর রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ময়মনসিংহ মহাবিদ্যালয় এর উদ্যোগে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

Share the post

Share the postনিউজ রিপোর্ট:৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার – ময়মনসিংহ মহানগরের অধীনস্থ ময়মনসিংহ মহাবিদ্যালয় ছাত্রদল গাজায় চলমান ইতিহাসের নৃশংসতম গণহত্যার প্রতিবাদে একটি অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল আয়োজন করে। এই কর্মসূচির মাধ্যমে তারা বিশ্বের প্রতি আহ্বান জানায়, গাজায় হত্যাযজ্ঞ বন্ধ করতে এবং মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে।   মহাবিদ্যালয়ের ছাত্রদল সদস্যরা সকাল ১১ টার দিকে মিছিলটি শুরু […]

ভালুকায় নিহত শ্রমিকদলনেতার পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

Share the post

Share the postআল আমিন, ভালুকা (ময়মনসিংহ) :ময়মনসিংহের ভালুকায় শ্রমিকদলনেতা মরহুম রফিকুল ইসলাম বাচ্চুর পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সভাপতি আবু সাইদ ও ভালুকা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন ওই উপহার সামগ্রী মরহুম রফিকুল ইসলাম বাচ্চুর পরিবারের কাছে পৌছে […]