দারিদ্র্যতা নিরসনে ব্যক্তিপ্রতিষ্ঠানের অংশগ্রহণ মানবিকতার পরিচায়ক -সিটি মেয়র

নগরীর শেরশাহ কলোনি এলাকাবাসীর মাঝে সংযুক্ত আরব আমিরাত যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এলাকাবাসীর মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, দেশের দারিদ্র্য হার কমানোর লক্ষ্য নিয়ে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেেন। এই উদ্যোগ বাস্তবায়নের ফলে বর্তমানে দেশে দারিদ্র্য হার প্রায় ২৫ শতাংশে নেমে এসেছে। সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান দারিদ্র্য নিরসনে এগিয়ে আসছেন। সমাজের বিত্তবান শ্রেণীর এই দায়িত্ব বোধ নিঃসন্দেহে মানবিকতার পরিচয় বহন করে। এস এম শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে ও পলিটেকনিক ইন্সটিটিউট সাবেক এজিএস তানভীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে নগর আওয়ামী লীগ নেতা রফিউল হায়দার রফি, ইয়াকুব আলী,আলী আহমেদ শাহীন,আবদুল নূর নবী লেদু,মাসুদ আলম, রিপন,ওয়াহিদুল আলম শিমুল, তৌহিদুল ইসলাম,খোরশেদ খাদেম, মুন্না, আবছার,হাবিব, সেলিম রেজা,আনোয়ার আজিজ, বাহার উদ্দিন, বাদল,মফিজুর রহমান,বাপ্পী, মামুন, সোহেল,জান্নাত বেগম, সেলিম, আজিম, আজম,সুমন, আলাল,বিপু,রনি,জনি,শাহ আলম,আল আমিন, ইসমাইল প্রমুখ বক্তব্য রাখেন।