তাহিরপুরে ইয়াবাসহ তিন কারবারি আটক

Share the post

আল হাবিব,সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ পুলিশ। পুলিশের কাছে আটককৃত ৩ ইয়াবা ব্যাবসায়ী হল, তাহিরপুর সদর ইউনিয়নের ধুতমা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে জনি মিয়া(২৬), এবং বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে বাদল মিয়া(২৭) ও সহোদর ইব্রাহিম খলিল (২৯) পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকালে বাদাঘাট পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুল হাসানের ও এ এস আই রাজু বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কামড়াবন্দ গ্রাম ইয়াবা ব্যাবসায়ী বাদল মিয়া ও সহোদর ইব্রাহিম খলিলের বাড়িতে ইয়াবা বিক্রি কালে তাদের আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ এস আই রাজু বিশ্বাস জানান, বাদল মিয়া ও তার সহোদর ইব্রাহিম খলিল কামড়াবন্দ গ্রামে তাদের বাড়িতে ইয়াবা বিক্রি করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বাদল মিয়া ও তার ভাই খলিলসিহ ৩ জনকে আটক করি। ইয়াবাসহ আটক হওয়া তিন যুবকের বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চোরাচালান, মাদক দমন ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কোস্ট গার্ড দক্ষিণ জোন

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি চ্যানেল ২১: বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখা, জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক দমন, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা থেকে শুরু করে নানামুখী দায়িত্ব পালনের মাধ্যমে […]

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]