তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Share the post
রহমান রাজিব, ববি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কটুক্তি ও অপপ্রচারের প্রতিবাদে বাউফল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় বাউফল উপজেলা বিএনপির পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে থানা ব্রিজ, বাজার, পাবলিক মাঠসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বাউফল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির বলেন,
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে বারবার বিএনপিকে দোষারোপ করছে এবং মিডিয়া ট্রায়ালের শিকার করছে। ৫ আগস্টের আগেও খুনি হাসিনা একই কৌশল প্রয়োগ করেছে। আমরা লক্ষ্য করছি, এখন আবার বিএনপিকে ফ্যাসিস্ট কায়দায় অভিযুক্ত করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “তারেক রহমান শুধুমাত্র বিএনপির নেতা নন, তিনি দেশের গণতন্ত্র ও ভোটাধিকার আন্দোলনের প্রতীক। তাঁর বিরুদ্ধে কটুক্তি মানে দেশের সাধারণ মানুষের অধিকার ও আশা-আকাঙ্ক্ষার ওপর আঘাত। জুলাই-আগস্টের আন্দোলন হচ্ছে তার নেতৃত্বে দীর্ঘ সাড়ে ১৫ বছরের গণতান্ত্রিক সংগ্রামের ফল। আমরা বিশ্বাস করি, এই আন্দোলন চূড়ান্ত বিজয়ের দিকে অগ্রসর হচ্ছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাউফল পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]

খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

Share the post

Share the postইয়াসিন আরাফাত ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবঞ্জে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা শহরের ফুড অফিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের […]