ডুমুরিয়ায় কৃষকদের ‌বিক্ষোভ ৮ গ্রামের কৃষক সার থেকে বঞ্চিত।

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল) স্টাফ রিপোটারঃ ২৪ ফেব্রুয়ারী বুধবার সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়ার গোলাপদহ ৬নংওয়ার্ডে সাব ডিলার অশোক রায় ওয়ার্ডে সার বিক্রি করছে না। খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের ৮টি গ্রামের কৃষকরা সার না পেয়ে বিক্ষোভ করেন। এলাকাবাসী জানায় আটলিয়া ইউনিয়ানের ৬ নং গোলাপদ, চ্যাংমারী,মুড়া বুনিয়া, সুন্দর বুনিয়া, পুটিমারী,আধার মানিক ও বয়ারশিং, কৃষকরা সার থেকে বঞ্চিত হচ্ছে। আটলিয়া ইউনিয়ানের গোলাপদহ ওয়ার্ডের বাসিন্দা ফনি ভূষন সরদার,রমেশ চন্দ্র মন্ডল,কিরণ চন্দ্র মন্ডল, মফিজুল ইসলাম, রত্না ঢালী,শুধ্যসু সরদার সহ শত‌ শত‌ কৃষাক ইউ পি মেম্বার অশিম কুমার বিশ্বাস জানান ৬নং ওয়াডের অশোক কুন্ডু নামে সাব ডিলার থাকলেও সে এলাকা থেকে ‌১০ কিলোমিটার দূরে চুকনগর বাজারে যতিন কাশেম সড়ক রোডে ‌টুম্পা এন্টার প্রাইজ নামের দোকান করে বসে আছেন। দুরের কারণে কৃষকদের সার ক্রয় করতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাব ডিলার অশোক রায় জানান আটলিয়া ইউনিয়ানের ,৯টি সাব ডিলার চুকনগর বাজারে ও কাঁঠাল তলা বাজারে ব্যাবসা ‌করে ,ওয়ার্ডে কেউ ব্যাবসা করে‌ না।

আমরা কৃষি অফিসার কে বলে বাজারে ব্যাবসা করি। কৃষি অফিসার স্যার আমার দোকানে মাঝে মধ্যে আসেন। তার মৌলিক অনুমতি নিয়েই আমি সার ও কিট্নাশক বিক্রিয় করে আসছি। ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ানের চেয়ারম্যান এ্যড প্রতাপ কুমার রায় জানান ২০১৭ সাল থেকে আমি সাব ডিলার ‌স্হানীয় লোক কে দেওয়ার জন্য অনেক বার কৃষি অফিসার কে বলেও আজ কোন ফল হয় নাই। এব্যাপারে ডুমুরিয়া উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন বলেন, এতে আমার কিছু করার নেই। আমি ডুমুরিয়ায় আসার পুর্বে দোকান গুলি চুকনগর ও কাঁঠাল তলা বাজারে করছেন। আমি অনেক বার মিটিং করে স্ব স্ব ওয়ার্ডে নিতে পারিনি। খুলনা জেলা উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান বলেন তার 01716181284নং মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ডুমুরিয়া উপজেলা সার মনিটর কমিটি অনেক শক্তিশালী আমরা অনেক বার মিটিং করে ওয়ার্ডে নিতে পারিনি। অতি দ্রুত সাব ডিলারদের কে নির্দেশ দেয়া হবে। স্ব স্ব ওয়ার্ডের যাওয়ার জন্য। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ বলেন মানুষের উপকারে জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‌স্ব স্ব ওয়ার্ডের সাব ডিলার নিয়োগ দিয়াছে। অব্শ্য ওয়ার্ডে সার বিক্রি করতে হবে।

অন্যথায় আইনের আওতায় এনে লাইন্সেস বাতিল করা হবে। ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী ‌এজাজ আহম্মেদ বলেন আমরা যদি এধরনের অভিযোগ পাই। তাহা হইলে সাথে সাথে আইন গত ব্যাবস্হা নিবো‌। ইতি মধ্যে আমি ওয়ার্ডে সার বিক্রিয় করার জন্য উপজেলা কৃষি অফিসার কে নির্দেশ দিয়াছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ধোবাউড়ায় প্রাথমিক শিক্ষক সমিতি ও শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক এর বিদায় সংবর্ধনা

Share the post

Share the post আবুল হাশেম,ধোবাউড়া,ময়মনসিংহ: আজ দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বিদায়ী সংবর্ধনা প্রধান করা হয়। শুরুতে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিদায়ী গান গেয়ে ফুলেল শুভেচ্ছা দেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন […]

নওগাঁয় ১৯৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ: র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল এবং ৪টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়। এ সময় একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-৫ এর এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে বলা […]