ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি এর উদ্যোগে ১২ টি বেদে পরিবারের শিশুদের মাঝে পাঠদান কার্যক্রম শুরু
শাওন অরন্য,বরিশাল প্রতিনিধি। মুজিব বর্ষকে সামনে রেখে ভাষার মাসে “অক্ষর জ্ঞান হোক সবার জন্য” এই লক্ষে ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি এর সদস্যরা ১২ টি বেদে পরিবারের শিশুকে নিয়ে শুরু করে এই পাঠদান কার্যক্রম।

গতকাল ২৬ ফেব্রুয়ারি বরিশাল জেলাস্থ বাকেরগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ নামক স্থানে তুলাতলা ব্রীজের পাদদেশে আশ্রয় নেওয়া ১২ টি বেদে পরিবারের ২০ টি শিশুকে নিয়ে ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি এর সদস্যরা এই পাঠদান কার্যক্রম শুরু করে। এই পাঠদান কার্যক্রম চলবে ১২ দিন ব্যাপী। বাংলাদেশের বিভিন্ন স্থানে আশ্রয় নিতে দেখা যায় এই বেদে সম্প্রদায়কে। দেশে এদের সংখ্যা কম নয়। যাযাবর জীবন যাপনের জন্য এরা কোন প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পায় না। তাই তাদের ভাষার মাসে বাংলা ভাষার অক্ষর গুলো চেনানোর জন্য এই ব্যাতিক্রমিক উদ্যোগ নিয়েছে স্থানীয় যুব সংগঠন ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি। বেদে পরিবারের সকলের সাথে কথা বলে এবং তাদের সরদারের অনুমতি ক্রমে এই পাঠদান কার্যক্রম চলছে। সংগঠের সাধারন সম্পাদক মোঃ আল-আমিন বলেন, আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে অক্ষর জ্ঞান দেওয়ার চেষ্টা করতেছি, যাতে তারা অন্তত নিজের নাম টি লিখতে পারে। তারা আমাদের সমাজেরই অংশ তাদের কে শিক্ষার আওতায় আনার প্রয়োজন। তারা এখানে যতদিন থাকবেন আমরা পাঠদান চালিয়ে যাবার চেষ্টা করে যাবো।
