ডবলমুরিং থানার বংশাল পাড়ায় ওই অস্ত্রের কারখানার সন্ধান পায় পুলিশ
চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম নগরীতে এক প্রতিবেশীর গুলির শব্দ পাওয়ার অভিযোগে অভিযানে গিয়ে পুলিশ খুঁজে পেয়েছে অস্ত্র তৈরির ‘কারখানা”। পরে সেখান থেকে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ আটক করা হয়েছে ওই কারখানার মালিকের স্ত্রীকে।
শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে ডবলমুরিং থানার বংশাল পাড়ায় গফুর খান সওদাগরের বাড়ির ছাদের কক্ষে ওই অস্ত্রের কারখানার সন্ধান পায় বলে দাবি করেছে পুলিশ।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, বংশালপাড়ায় গফুর খান সওদাগরের বাড়ির ছাদের কক্ষে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছি। সেখানে অভিযান চালিয়ে দুইটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র তৈরির সরঞ্জামসহ মেহেরুন নেসা মুক্তা নামে এক নারীকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, মেহেরুন নেসা মুক্তা ও তার স্বামী নেজাম খান ওই ‘কারখানায়’ অস্ত্র তৈরি করতেন। নেজাম খান পলাতক রয়েছেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।