‎ট্রান্সমিটার বিস্ফোরণে অন্ধকারে হবিগঞ্জ, ১৫ ঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন

Share the post

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক একটি ট্রান্সমিটার বিস্ফোরণের ঘটনায় পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে প্রায় ১৫ ঘণ্টা ধরে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায় এবং সঙ্গে সঙ্গে উপকেন্দ্র থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো স্থাপনায়।

‎ঘটনার পর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।‎শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রের প্রকৌশলী আব্দুল মান্নান জানান, হঠাৎ একটি ট্রান্সমিটার বিস্ফোরণের ফলে আগুন ধরে যায়। এতে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

‎হবিগঞ্জ পিডিবির সহকারী প্রকৌশলী তাবশির বিন বাশার বলেন, “আগুন এখন নিয়ন্ত্রণে। তবে বৈরী আবহাওয়ার কারণে সংস্কারকাজে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ সচল করতে কাজ করে যাচ্ছি।”

‎প্রাথমিকভাবে ট্রান্সফর্মারে কারিগরি ত্রুটিকে বিস্ফোরণের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলার মানুষ দীর্ঘ সময় বিদ্যুৎবিচ্ছিন্ন থাকায় ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে গরমে শিশু ও বৃদ্ধদের কষ্ট বেড়েছে।

‎বিদ্যুৎ সরবরাহ কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত সময় জানাতে পারেননি কর্মকর্তারা। তবে সংশ্লিষ্ট বিভাগ দ্রুত ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]

খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

Share the post

Share the postইয়াসিন আরাফাত ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবঞ্জে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা শহরের ফুড অফিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের […]