ঝালকাঠিতে জন্ম সনদে ৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে

Share the post
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে জন্ম নিবন্ধন সনদ প্রদানে ৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। শুধু মঠবাড়ি নয়, উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদেই জন্মসনদ গ্রহণ ও সংশোধনে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাগড়ি গ্রামের বাসিন্দা মো. কবির সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান, দীর্ঘদিন এলাকায় না থাকায় তিনি আগে কোথাও জন্ম নিবন্ধন করতে পারেননি। পরে ইউনিয়ন পরিষদের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করেন। তবে মঠবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তার কাছে ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন।
কবির খান বলেন, ‘প্রথমে ঘুষ দিতে রাজি হইনি, কিন্তু তিনি নানা অজুহাতে আমার আবেদন ফেলে রাখেন। পরে নিরুপায় হয়ে টাকা দিলে সেদিনই জন্মসনদ পাই।’
তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ইউনিয়নে যোগদানের পর থেকেই নিয়মবহির্ভূতভাবে ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। ঘুষ না দিলে বিভিন্নভাবে হয়রানি করা হয়।
তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘মো. কবির প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে দিতে না পারায় তার জন্মসনদ তৈরিতে বিলম্ব হয়েছে। বিলম্ব হওয়ায় তিনি মিথ্যা অভিযোগ করছেন। বিষয়টি জেলা প্রশাসক ও ইউএনও মহোদয়কে জানানো হয়েছে।’
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ বলেন, ‘এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ আসায় সতর্ক করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও অভিযোগ আসছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদেও অনিয়মের অভিযোগ থাকায় স্থানীয়দের দাবি, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের দুর্নীতি করতে সাহস না পায়।
ক্যাপশনঃ ৬নং মঠবাড়ি ইউনিয়ন পরিষদ ও ওই পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
মো. নাঈম হাসান ঈমন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. জয়নাল হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের পূর্ব গোদন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল হাওলাদার ওই গ্রামের মৃত মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ সালাম। […]

রাজাপুরে ইসলামী আন্দোলনের ইউনিয়ন সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকেল ৩টায় গালুয়া মসজিদের দ্বিতীয় তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের গালুয়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান […]