জিয়া স্মৃতি জাদুঘরের নাম সংশোধনের দাবিতে ২৫ নং রামপুর ওয়ার্ড ছাত্রলীগের মানববন্ধন
জিয়া স্মৃতি জাদুঘরের নাম সংশোধন করে অবিলম্বে মহান মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর রাখার দাবি জানিয়েছে ২৫ নং রামপুর ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ।
ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাবেদ রহিম মুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাবুর সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে নেতৃবৃন্দ এ দাবি জানান। পরবর্তীতে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিদের হুশিয়ারি দিয়ে ওয়ার্ড ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল নতুন বাজার বিশ্বরোড সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হালিশহর থানা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুর রহিম জিসান, যুগ্ন-আহ্বায়ক আবুল কালাম,সাইফুদ্দিন রিফাত সহ ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি রিফাত আবরার, সাংগঠনিক সম্পাদক, আলাউদ্দিন চৌধুরী প্রিন্স,মাঈনুদ্দিন নিহাল সহ ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ।
ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের গৌরব ধারণ করতে হলে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে দাফন দিতে হবে।