জামালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক মারধরের অভিযোগ
মোঃ তামিম রহমান চৌধুরী (সিলেট) :সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান ও তার ছোট ভাই (খ-কালীন শিক্ষক) আতিকুর রহমান কর্তৃক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষককে মারধরসহ লাঞ্চিত করার অভিযোগে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগটি দায়ের করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কবির উদ্দিন। অভিযোগে জানা যায়, গত সোমবার সাড়ে ৩টায় প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমানের কক্ষে মিটিং চলাকালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রধান শিক্ষক তাঁর আপন ছোট ভাই আতিকুর রহমান (খ-কালীন শিক্ষক) মিলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কবির উদ্দিন ও সিনিয়র শিক্ষক মোজাহিদ হোসেনের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে এক আতঙ্কিত অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। যা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়কে কলঙ্কিত করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে হামলার শিকার দুই শিক্ষক সহকর্মীদের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এছাড়া ওই প্রভাবশালী প্রধান শিক্ষকের ভয়ে বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত ও নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে অভিযোগকারী অভিযোগে উল্লেখ করেছেন। সন্ত্রাসী এই হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নিরাপত্তা নিশ্চিতসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিযোগকারী। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে বিদ্যালয়ের ১৯ জন শিক্ষক ও ২ জন দপ্তরী স্বাক্ষরিত আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ অভিযোগেও একই কথা উল্লেখ করা হয়েছে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার ছোট ভাই খ-কালীন শিক্ষকের বিরুদ্ধে বিচার দাবি করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান জানিয়েছেন, আমি সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি আছি। এ ব্যাপারে কিছু জানি না। উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, ‘হ্যাঁ অভিযোগ পেয়েছি। তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেওয়া হয়েছে। তারা তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করবে। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।