জবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ২০০ অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ
মোঃ হৃদয়, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে ২০০ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন।
সোমবার (১৭ মার্চ) পুরান ঢাকার ইসলামপুর, বাবুবাজার, সদরঘাট, রায়েরসাব বাজার, লক্ষীবাজার, ভিক্টোরিয়া পার্ক, নারিন্দা, কলতাবাজার ও শ্যামবাজারের বিভিন্ন এলাকায় এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। মার্কেটিং বিভাগের ১৫-১৯তম আবর্তনের শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
মার্কেটিং বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী আরিফ আসলাম বলেন, “রমজান মাসে আমরা সবাই পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ইফতার করি, কিন্তু সমাজের অনেক অসহায় মানুষ রয়েছেন, যারা ঠিকমতো ইফতার করতে পারেন না। তাদের সঙ্গে ইফতার ভাগাভাগি করার উদ্দেশ্যে আমরা এই ছোট্ট উদ্যোগ নিয়েছি। তাদের মুখে হাসি ফুটাতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চাই।”
মার্কেটিং বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী রাব্বানী রাশহা রাতুল বলেন, “গত বছরের মতো এবারও আমরা নিজস্ব অর্থায়নে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি। আমাদের লক্ষ্য, ভবিষ্যতে আয়োজনের পরিধি আরও বৃদ্ধি করা, যাতে বেশি সংখ্যক মানুষের কাছে ইফতার পৌঁছে দেওয়া যায়।”
শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে স্থানীয়দের কাছে। তারা আশা করেন, এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।