ছাত্রলীগ নেতা অরুপ বড়ুয়া র উদ্যােগে হেমসেন লেইন দুস্থ পরিবারের পাশে কিশোর সংঘ
অস্মিত চক্রবর্তী (অমিত): প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ন আহবায়ক অরুপ বড়ুয়ার উদ্যােগে কিশোর সংঘের সহযোগিতায় ‘করোনা’ পরিস্থিতিতে হেমসেন লেইন এলাকার বিপদে থাকা মানুষ গুলোর মুখে হাসি ফোটানোর সম্মিলিত ক্ষুদ্র প্রয়াস। সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে প্রাথমিকভাবে ১২পরিবারের তালিকা করে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরো পরিবারের সহায়তার ব্যবস্থা করা হবে।বাজারের তালিকা,প্রতি পরিবারের জন্যঃ চালঃ১০কেজি চনার ডালঃ২কেজি মসুর ডালঃ১কেজি পিয়াজঃ২কেজি সয়াবিন তেলঃ১কেজি আলুঃ২কেজি মিস্টি কুমড়াঃ১টি আটাঃ১কেজি চিড়া/মুড়িঃ ১কেজি মুঠোফোনে ছাত্রলীগ নেতা অরুপ বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমার নেতা আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন চট্টলাবাসীর জন্য প্রাণ বাজি রেখে কাজ করছেন। তদ্রুপ আমরা আমাদের নেতার নির্দেশে স্ব স্ব অবস্থান থেকে এলাকার দুস্থ পরিবারের পাশে আছি এবং হেমসেন লেইন এলাকার সামাজিক সংগঠন ‘কিশোর সংঘ’ পরিবারের সকল সদস্যকে সাথে নিয়ে আমরা এই সংকট কালের শেষ পর্যন্ত সকল রকম সহায়তা দিয়ে যাবো।