‘চোর চক্রের জোরাজুরিতে ব্যাংকের ভল্ট লক হয়ে যায়’

Share the post

চট্টগ্রাম: ‘চট্টগ্রামে ইউসিবিএল ব্যাংকের কদমতলী শাখায় চুরির চেষ্টা করে ব্যর্থ হয়েছে একটি চক্র। নৈশ প্রহরীকে অচেতন অবস্থায় উদ্ধারের পর পুলিশে খবর দেয়া হয়। পরে দেখা যায় জোরাজুরিতে লক হয়ে গেছে ব্যাংকের ভল্ট।’ এদিকে সিসিটিভি ফুটেছে দু’জন ব্যক্তিকে ব্যাংকে প্রবেশ করে দ্রুত বেরিয়ে যেতে দেখা যায়।

চট্টগ্রামের কদমতলী এলাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে শনিবার সকালে দায়িত্ব পালন করতে এসে ব্যাংকের নিরাপত্তা কর্মী রাতের শিফটের সহকর্মীকে অচেতন অবস্থায় আবিষ্কার করেন। পরে ট্রিপল নাইনে ফোন করেন তারা। পুলিশ আসার পর একে একে উপস্থিত হতে থাকে সিআইডির ক্রাইম সিন ইউনিট, গোয়েন্দা পুলিশ ও পিবিআই। চুরির উদ্দেশে একটি চক্র ব্যাংকে প্রবেশ করেছিল বলে জানান উপ পুলিশ কমিশনার ফারুখ উল হক।

সিএমপি উপপুলিশ কমিশনার ফারুখ উল হক বলেন, ‘পুলিশ এসে দেখে মেইন গেটের সামনে দুটি তালা পড়ে আছে। আশে পাশে এলোমেলোভাবে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সিসি ক্যামেরাগুলো ঘুরিয়ে রাখা ছিল।’

চক্রটি জোর করে ব্যাংকের ভল্ট খোলার চেষ্টা করায় সেটি লক যায়। সেটি আর খোলা সম্ভব হয়নি। ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম এসে ভল্ট খুললে টাকা খোয়া গেছে কি না সে বিষয়ে নিশ্চিত করে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

সিএমপি উপপুলিশ কমিশনার ফারুখ উল হক বলেন, ‘ভল্টের ভেতরে কি অবস্থা তা না খুললে বোঝা যাবে না। তবে ব্যাংক ম্যানেজার বলেছে ভল্টের বাইরে যা ছিল তা ঠিকাছে। কিছু ইলেক্ট্রনিক্স তার শুধু কাটা ছিল। শুধুমাত্র ডিভিআরটা পাওয়া যাচ্ছে না।’

এদিকে, ব্যাংকের নিচের দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৩টা ৫২ মিনিট ৩৪ সেকেন্ড থেকে ৩ টা ৫৩ মিনিট সাত সেকেন্ডের মধ্যে দুই জন যুবক ব্যাংক এর নিচের গেট খুলে বের হয়ে যায়। এদের খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ রাউজান এর ধর্ষণবিরোধী মশাল মিছিল

Share the post

Share the postমিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : lkসাম্প্রতিক সময়ে দেশব্যাপী সংগঠিত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাড়াও এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ধর্ষকদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান। গত মঙ্গলবার, ১১ মার্চ রাতে রাউজান পৌরসভার গহিরা চত্বর থেকে মশাল মিছিল […]

চট্টগ্রামে প্রশাসন সামলাচ্ছেন ১৯ নারী

Share the post

Share the postচট্টগ্রাম: চট্টগ্রামে গুরুদায়িত্ব কাঁধে নিয়ে প্রশাসন সামলাচ্ছেন ১৯ নারী। যারা নিজ নিজ দপ্তরে কেউ অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করছেন।২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) পদে দায়িত্ব পালন করছেন শারমিন জাহান। বিভাগের ১১ জেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সামিল রেখেছেন।প্রশাসন ক্যাডারের ২১তম […]