‘চোর চক্রের জোরাজুরিতে ব্যাংকের ভল্ট লক হয়ে যায়’

Share the post

চট্টগ্রাম: ‘চট্টগ্রামে ইউসিবিএল ব্যাংকের কদমতলী শাখায় চুরির চেষ্টা করে ব্যর্থ হয়েছে একটি চক্র। নৈশ প্রহরীকে অচেতন অবস্থায় উদ্ধারের পর পুলিশে খবর দেয়া হয়। পরে দেখা যায় জোরাজুরিতে লক হয়ে গেছে ব্যাংকের ভল্ট।’ এদিকে সিসিটিভি ফুটেছে দু’জন ব্যক্তিকে ব্যাংকে প্রবেশ করে দ্রুত বেরিয়ে যেতে দেখা যায়।

চট্টগ্রামের কদমতলী এলাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে শনিবার সকালে দায়িত্ব পালন করতে এসে ব্যাংকের নিরাপত্তা কর্মী রাতের শিফটের সহকর্মীকে অচেতন অবস্থায় আবিষ্কার করেন। পরে ট্রিপল নাইনে ফোন করেন তারা। পুলিশ আসার পর একে একে উপস্থিত হতে থাকে সিআইডির ক্রাইম সিন ইউনিট, গোয়েন্দা পুলিশ ও পিবিআই। চুরির উদ্দেশে একটি চক্র ব্যাংকে প্রবেশ করেছিল বলে জানান উপ পুলিশ কমিশনার ফারুখ উল হক।

সিএমপি উপপুলিশ কমিশনার ফারুখ উল হক বলেন, ‘পুলিশ এসে দেখে মেইন গেটের সামনে দুটি তালা পড়ে আছে। আশে পাশে এলোমেলোভাবে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সিসি ক্যামেরাগুলো ঘুরিয়ে রাখা ছিল।’

চক্রটি জোর করে ব্যাংকের ভল্ট খোলার চেষ্টা করায় সেটি লক যায়। সেটি আর খোলা সম্ভব হয়নি। ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম এসে ভল্ট খুললে টাকা খোয়া গেছে কি না সে বিষয়ে নিশ্চিত করে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

সিএমপি উপপুলিশ কমিশনার ফারুখ উল হক বলেন, ‘ভল্টের ভেতরে কি অবস্থা তা না খুললে বোঝা যাবে না। তবে ব্যাংক ম্যানেজার বলেছে ভল্টের বাইরে যা ছিল তা ঠিকাছে। কিছু ইলেক্ট্রনিক্স তার শুধু কাটা ছিল। শুধুমাত্র ডিভিআরটা পাওয়া যাচ্ছে না।’

এদিকে, ব্যাংকের নিচের দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৩টা ৫২ মিনিট ৩৪ সেকেন্ড থেকে ৩ টা ৫৩ মিনিট সাত সেকেন্ডের মধ্যে দুই জন যুবক ব্যাংক এর নিচের গেট খুলে বের হয়ে যায়। এদের খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুগঞ্জে দুই দফা দাবিতে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃএক কর্পোরেশন এক স্কেল, বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। রবিবার সকাল ৯ টায় কারখানার গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন […]

আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ  চারজন গ্রেপ্তার 

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)। এর মধ্যে […]