চালককে হত্যা করে নেত্রকোনায় অটোরিকশা ছিনতাই, অভিযুক্ত গ্রেপ্তার

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : নেত্রকোনার মদনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ওজিবুর রহমান (৩২) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত ওজিবুর রহমান নেত্রকোনার আটপাড়া উপজেলার চাড়িয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
বুধবার (৯ এপ্রিল) সকালে ময়মনসিংহ র‍্যাব-১৪, কিশোরগঞ্জ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে মঙ্গলবার দুপুরে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল কাজিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব জানায়, গত বছরের ২৫ অক্টোবর প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হন জসিম উদ্দিন ওরফে কালা মিয়া (৪৫)। রাতে বাড়ি না ফেরায় সকালে তাকে খুঁজতে বের হয় পরিবারের লোকজন। দুপুরে তারা খবর পান মদন উপজেলার বারড়ী বাজারে কালা মিয়ার ব্যবহৃত অটোরিকশাটি পড়ে আছে। পরে কিছু দূরে বারড়ী থেকে বটতলা সড়কের পাঁচহার বড়বাড়ী এলাকার পাকা রাস্তার পাশ থেকে কালা মিয়ার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৮ অক্টোবর নিহতের বড় ভাই মো. ইউনুছ খান বাদী হয়ে অজ্ঞাতাদের আসামি করে মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় র‍্যাব মামলার ছায়া তদন্ত শুরু করে। তথ্য উপাত্ত সংগ্রহ করে ঘটনায় ওজিবুরের সংশ্লিষ্টটার প্রমাণ পায় র‍্যাব। রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল কাজিবাড়ি এলাকায় তার অবস্থান সনাক্ত করা হয়। পরে গতকাল মঙ্গলবার দুপুরে র‍্যাব ১৪, কিশোরগঞ্জ সিপিসি-২ ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে ওজিবুরকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব কর্মকর্তা আশরাফুল কবির বলেন, গ্রেপ্তার ওজিবুরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মদন থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

জাজিরায় রাতে ১৫ আগষ্ট পালন করে ফেইসবুকে পোস্ট ভোর রাতেই দুইজন গ্রেফতার।

Share the post

Share the postমোঃ আমির হোসেন,শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরা উপজেলায়  ১৫ রাতে  শেখ মুজিবুর রহমানের মৃ*ত্যুবার্ষিকী সথা ১৫  পালন করে  আওয়ামী স্লোগান দিয়ে  ফেইসবুকে প্রচার করায় দুইজনকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ। জাজিরা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আজ ভোরে বিলাসপুরের কাজিয়ারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ […]

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ১৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে ডিবি পুলিশের একটি চৌকস টিম সদর থানাধীন কোড্ডা রেল ব্রিজের পশ্চিমে, আখাউড়া থেকে সুলতানপুরগামী সড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে ৬ […]