চাঁদাবাজি মামলায় পৌর কাউন্সিলর গ্রেপ্তার

Share the post

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পৌরসভার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার বাসায় অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।এর আগে শহরের বিশ্বাস এলাকার মোহাম্মদ আলী শাহাজাদার মেয়ে মৌসুমি আক্তার হাজি মোর্শেদের বিরুদ্ধে অবৈধ ভূমি দখলসহ নিজের নিরাপত্তা চেয়ে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।


এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছর উচ্চ শিক্ষার জন্য আমি দেশের বাইরে যাওয়ার জন্য বিশ্বাস বেতকা মৌজায় নিজের ৬ শতাংশ বাড়ি বিক্রির চেষ্টা করি। বাড়ি কেনার ক্রেতারা আমার সঙ্গে কথা বলে চলে যাওয়ার পর বর্তমান কাউন্সিলর তাদের হুমকি ধমকি দেন। আমার জমি কিনলে তাদের হাত-পা কেটে ফেলারও হুমকি দেন।

মোর্শেদ আমার বাড়িটি নাম মাত্র মূল্যে ২০-২৫ লাখ টাকার বিনিময়ে তার কাছে বিক্রি করতে বলেন। তবে আমার বাড়িটির মূল্য প্রায় কোটি টাকা। আতিকুর রহমান মোর্শেদকে বাড়ি দিতে অস্বীকার করলে তিনি আমাকে বলেন, অন্য কারো কাছে বাড়ি বিক্রি করলে তাকে মোটা অংকের চাঁদা দিতে হবে। অন্যথায় আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।
পরবর্তীতে আমি গত বছরের ২০ অক্টোবর নিজের পরিবারের সকলের নিরাপত্তার কথা উল্লেখ করে টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। এরপর ২৩ অক্টোবর তার বিরুদ্ধে একটি মামলাও করা হয়। এমনকি আমার মামলার সাক্ষী চাচাতো ভাইয়ের স্ত্রী তৃষাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেন মোর্শেদ। আমাদের বাড়িতে খুনাখুনি হবে বলেও তিনি ভবিষ্যৎ বাণী করেন।

পরে মামলা তুলে নিতে আতিকুর রহমান মোর্শেদ আমার বাবা মোহাম্মদ আলী শাহাজাদাকে হুমকি ধমকিও দেন। নিজের বাড়িতে বসবাস করতে পারেনা বলেও অভিযোগ করেন তিনি। এই অভিযোগের সূত্র ধরেই বৃহস্পতিবার হাজি মোর্শেদকে প্রথমে গ্রেপ্তার করেন ডিবি পুলিশ। পরে তার বাসায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ধোবাউড়ায় প্রাথমিক শিক্ষক সমিতি ও শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক এর বিদায় সংবর্ধনা

Share the post

Share the post আবুল হাশেম,ধোবাউড়া,ময়মনসিংহ: আজ দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বিদায়ী সংবর্ধনা প্রধান করা হয়। শুরুতে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিদায়ী গান গেয়ে ফুলেল শুভেচ্ছা দেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন […]

নওগাঁয় ১৯৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ: র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল এবং ৪টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়। এ সময় একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-৫ এর এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে বলা […]