চাঁদাবাজি মামলায় পৌর কাউন্সিলর গ্রেপ্তার

Share the post

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পৌরসভার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার বাসায় অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।এর আগে শহরের বিশ্বাস এলাকার মোহাম্মদ আলী শাহাজাদার মেয়ে মৌসুমি আক্তার হাজি মোর্শেদের বিরুদ্ধে অবৈধ ভূমি দখলসহ নিজের নিরাপত্তা চেয়ে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।


এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছর উচ্চ শিক্ষার জন্য আমি দেশের বাইরে যাওয়ার জন্য বিশ্বাস বেতকা মৌজায় নিজের ৬ শতাংশ বাড়ি বিক্রির চেষ্টা করি। বাড়ি কেনার ক্রেতারা আমার সঙ্গে কথা বলে চলে যাওয়ার পর বর্তমান কাউন্সিলর তাদের হুমকি ধমকি দেন। আমার জমি কিনলে তাদের হাত-পা কেটে ফেলারও হুমকি দেন।

মোর্শেদ আমার বাড়িটি নাম মাত্র মূল্যে ২০-২৫ লাখ টাকার বিনিময়ে তার কাছে বিক্রি করতে বলেন। তবে আমার বাড়িটির মূল্য প্রায় কোটি টাকা। আতিকুর রহমান মোর্শেদকে বাড়ি দিতে অস্বীকার করলে তিনি আমাকে বলেন, অন্য কারো কাছে বাড়ি বিক্রি করলে তাকে মোটা অংকের চাঁদা দিতে হবে। অন্যথায় আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।
পরবর্তীতে আমি গত বছরের ২০ অক্টোবর নিজের পরিবারের সকলের নিরাপত্তার কথা উল্লেখ করে টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। এরপর ২৩ অক্টোবর তার বিরুদ্ধে একটি মামলাও করা হয়। এমনকি আমার মামলার সাক্ষী চাচাতো ভাইয়ের স্ত্রী তৃষাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেন মোর্শেদ। আমাদের বাড়িতে খুনাখুনি হবে বলেও তিনি ভবিষ্যৎ বাণী করেন।

পরে মামলা তুলে নিতে আতিকুর রহমান মোর্শেদ আমার বাবা মোহাম্মদ আলী শাহাজাদাকে হুমকি ধমকিও দেন। নিজের বাড়িতে বসবাস করতে পারেনা বলেও অভিযোগ করেন তিনি। এই অভিযোগের সূত্র ধরেই বৃহস্পতিবার হাজি মোর্শেদকে প্রথমে গ্রেপ্তার করেন ডিবি পুলিশ। পরে তার বাসায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

পেশাজীবীদের নিয়ে মতবিনিময় সাবেক এমপি হারুনুর রশীদের

Share the post

Share the postচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় এবং তাদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে জাতীয়তাবাদী দল, চাঁপাইনবাবগঞ্জ সদর এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পেশাজীবী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও […]

বিরামপুরে বড়মাঠ একাদশের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Share the post

Share the postমোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর): ২৬শে মার্চ মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে বড়মাঠ একাদশ এর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বড় মাঠের স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সদস্য তন্ময় হোসেন, হাসিম সরকার, জুনায়েদ সহ সকল সদস্যবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে বুধবার সকাল থেকেই সারাদিন ব্যাপী বড় মাঠে কুরআন তিলাওয়াত সহ […]