চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের ‘রাইজ ইন রেড’ কর্মসূচি পালন
আহসান হাবীব সুমন, কচুয়া,(চাঁদপুর) প্রতিনিধি : আন্দোলনের ধারাবাহিকতায় কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শনিবার (১৯ এপ্রিল) সারা দেশের ন্যায় ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে নিজ প্রতিষ্ঠানের সামনের ফটকে লাল কাপড় দিয়ে ঢেকে দিয়ে ও গুরুত্বপূর্ণ স্থানে ‘প্ল্যাকার্ড হাতে মানববন্ধন’ কর্মসূচি পালন করেছ।
এই কর্মসূচির আওতায় কুমিল্লায় ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও কারিগরি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত না হওয়ায় প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়ার পাশাপাশি, কারিগরি সেক্টরের বৈষম্য ধ্বংস ও ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জনদুর্ভোগ সৃষ্টি না করে মহাসড়কের দুই পাশে বা গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের দৃষ্টি আকর্ষণ কর্মসূচি পালন করেছে বলে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন কেন্দ্রীয় প্রতিনিধি আরাফাত সিয়াম জানান।
এসময় কারিগরি ছাত্র আন্দোলন, চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রতিনিধি আবদুল্লাহ আল ফাহিম,আবু সুফিয়ান,শাহারিয়া হোসেন,আশরাফুল, তোহারসহ কয়েক শতাধিক শিক্ষার্থী রাইজ ইন রেড কর্মসূচিতে অংশগ্রহণ করেন।