চবির দুই ছাত্রকে বাসচালকদের মারধর, প্রতিবাদে মূল ফটকে তালা

Share the post

নির্ধারিত ভাড়া থেকে অতিরিক্ত টাকা না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই ছাত্রকে মারধর করেছে বাসের ড্রাইভার ও স্টাফরা। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইট এলাকায় এই ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা এ ঘটনার বিচারের দাবিতে এক ঘন্টার মতো মূল ফটকে তালা দিয়ে আটকে রাখে শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের আশ্বাসে ফটক খুলে দেওয়া হয়।

মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন ম্যানেজমেন্ট বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র অমিত মাহমুদ রাফি ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র মো. গোলাম মাওলা রবিন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, শহর থেকে দ্রুতযান সার্ভিসের মাধ্যমে ক্যাম্পাসে ফিরছিলেন ওই দুই শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইট এলাকায় আসলে বাস হেলপার অতিরিক্ত ভাড়া দাবি করে। শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে বাস থেকে নেমে তাদের মারধর করে বাস চালক ও হেলপাররা।

তবে এ বিষয়ে জানতে ভুক্তভোগীদের একাধিকবার কল দেওয়া হলেও তারা রিসিভ করেননি।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইটে দুজন ছাত্রকে মারধর করেছে ৮ থেকে ১০ জন বাস চালক ও তাদের সহযোগীরা। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা গেট বন্ধ করে এর বিচার দাবি করেছে।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই শিক্ষার্থীদের সাথে এমন ঘটনা ঘটছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। আগামীকাল ১১টায় হাটহাজারী থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন, বাস মালিক সমিতি ও ছাত্র প্রতিনিধিদের উপস্থিতিতে এটার সমাধান করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

তালায় তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুরু

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ছায়াবীথি সংগঠনের উদ্যোগে তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা […]

ইবিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে বর্ণিল আয়োজন

Share the post

Share the postইবি প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজন করেছেন পূজা উদযাপন পরিষদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে আগামীকাল (১৬ আগস্ট) শনিবার বিশ্ববিদ্যালয়ের থানা সংলগ্ন সবুজ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ […]